🕒 চট্টগ্রাম ☰ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
✒️নিজস্ব প্রতিবেদক | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর | বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর শিক্ষার্থীদের আনন্দ মিছিলে গুলি চালানো যুবলীগ কর্মী ফয়সাল ওরফে কিলার ফয়সালকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর চকবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া কিলার ফয়সাল চকবাজার থানার দেওয়ান বাজারের ইসমাইল ওরফে লালু মিয়ার ছেলে।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক শরীফ-উল আলম বলেন, কিলার ফয়সাল হত্যাসহ একাধিক মামলার আসামি। বৃহস্পতিবার বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।
র্যাব জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নগরীর কোতোয়ালী থানা এলাকায় আনন্দ মিছিল বের করে শিক্ষার্থীরা। সেখানে কিলার ফয়সালের নেতৃত্বে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এতে কয়েকজন আহত হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করেন ভুক্তভোগী একজনের স্বজন।
🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐