১১/০৯/২০২৪ ইং
Home / X-Clusive / বাসে সবজির ব্যাগে মিলল ২০ লাখ টাকার জালনোট, আটক ২

বাসে সবজির ব্যাগে মিলল ২০ লাখ টাকার জালনোট, আটক ২

জাতীয় | বৃহস্পতিবার ০২ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ

মোঃ হাসান মিয়া | লোহাগাড়ার চুনতিতে সবজির ব্যাগে করে ২০ লাখ টাকার জালনোট পাচারকালে দু’জনকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানার পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ভোলার দৌলতখান থানার চরপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরপাড়া হাওলাদার বাড়ির মোঃ বেলায়েতের পুত্র মোঃ রুবেল (৩২) ও সাতকানিয়া থানার কাঞ্চনা ইউনিয়নের জোট পুকুরিয়া এলাকার মৃত আবুল কাশেমের পুত্র ওমর আলী (৫০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ ভর্তি সবজির নিচে বিশেষ কায়দায় রাখা ১ হাজার টাকার ২০টি বান্ডেলে জালনোটগুলো পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, রমজানকে সামনে রেখে কক্সবাজারে অবস্থানকারী এক ব্যক্তি কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে পাচার ও বিনিময় করার জন্য টাকাগুলো সরবরাহ করা হচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, জালনোট পাচার ও বিনিময় করার জন্য হেফাজতে রাখার অপরাধে গ্রেপ্তারকৃত ও তাদের সহযোগীদের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন। বৃহস্পতিবার (০২ মার্চ) সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

|বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

সাবেক আইজিপি শহিদুল ও মামুন গ্রেপ্তার

🕒 অপরাধ ☰ বুধবার ৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ✒️অনলাইন নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর | পুলিশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *