২৭/০৭/২০২৪ ইং
Home / অন্যান্য / ভারতকে উড়িয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

ভারতকে উড়িয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

আন্তর্জাতিক | মঙ্গলবার, ১৩ই সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ

স্পোর্টস ডেস্ক :

মেয়েদের বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ভারতকে হারিয়ে শিরোপা জয়ের নজিরও আছে এসব টুর্নামেন্টে। তবে জাতীয় ফুটবল দলের হয়ে ভারতকে এতদিন হারাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। আজ মঙ্গলবার (১৩ই সেপ্টেম্বর) সেই আক্ষেপ ঘোচাল বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশীপের গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে নেপালের কাঠমুন্ডুর দশরথ স্টেডিয়ামে ভারতকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। শুরু থেকে শেষ পর্যন্ত ভারতের রক্ষনের কঠিন পরীক্ষা নিয়েছে বাংলাদেশ।

প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যাওয়া বাংলাদেশকে দ্বিতীয়ার্ধে আরও এক গোল উপহার দেন সিরাত জাহান স্বপ্না। ম্যাচে জোড়া গোল করেছেন স্বপ্না। অন্য গোলটি এসেছে কৃষ্ণা সরকারের পা থেকে। শুরু থেকে আত্মবিশ্বাসী এক বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে ওঠে দশরথের সবুজ গালিচায়। মারিয়া মান্ডা-মনিকা চাকমা-সানজিদা খাতুন মাঝ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মসৃণ করে দেন আক্রমণের পথ।

সপ্তম মিনিটে ভারতের জালে বল জড়ালেও গোল পায়নি বাংলাদেশ। আঁখির পাস ধরে সানজিদা খাতুন আড়াআড়ি ক্রস বাড়িয়েছিলেন গোলমুখে। স্বপ্না ও কৃষ্ণা রানী সরকার ছুটেন হেডের জন্য; ভারতের গোলরক্ষক অদিতি চৌহান বল ধরতে যাওয়ার সময় কৃষ্ণার সঙ্গে সংঘর্ষে পড়ে যান। স্বপ্না টোকায় বল জালে জড়ালেও রেফারি বাজান ফাউলের বাঁশি।

১১তম মিনিটে এগিয়ে যাওয়ার উচ্ছ্বাসে মাতে বাংলাদেশ। মাঝ মাঠ থেকে বল পায়ে এগিয়ে আক্রমণ শুরু করেন সাবিনা। তার বাড়ানো পাস ধরে কৃষ্ণা দিলেন বক্সের দিকে ছোটা সিরাত জাহান স্বপ্নাকে। বাঁ পায়ের নিখুঁত প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ২০১৬ সালে শিলিগুঁড়ির আসরে ফাইনালে ভারতের কাছে ৩-১ গোলে হেরে যাওয়া ম্যাচের একমাত্র গোলটিও আসে স্বপ্নার পা থেকে।

দশ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। এবার গোল করেন কৃষ্ণা রাণী সরকার। থ্রো ইন থেকে বাংলাদেশ আক্রমণ রচনা করে। কৃষ্ণা বক্সের মধ্যে বলের নিয়ন্ত্রণ রাখেন। ডিফেন্ডার বাঁধা দেয়ার চেষ্টা করলেও ব্যবধান দ্বিগুণ করতে ভুলেননি তিনি।

ভারত সাফে নারীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী দল। প্রথমার্ধে সেই ভারতের বিপক্ষেই রীতিমতো ছড়ি ঘুরিয়েছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ভারতের ওপর আরও বেশি চড়াও হয়েছে লাল-সুবজ জার্সিধারীরা। দলটির রক্ষনের দিকে খুব একটা এগোতে পারেনি ভারত। ম্যাচের ৫৩তম মিনিটে আবারও ভারতের জাল কাঁপান সিরাত জাহান স্বপ্না। সাবিনার থ্রু বল ধরে নিখুঁত প্লেসিং শটে বল জালে জড়ান তিনি। ফলে ৩-০ গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর জানতে ভিজিট করুন- talashtv24.com

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

লোহাগাড়ায় এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার!

🕒 চট্টগ্রাম ☰ বুধবার, ২৯ মে ২০২৪ খ্রিস্টাব্দ ✒️নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর|চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন পদুয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *