
চট্টগ্রাম | শুক্রবার, ৯ই সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ
নিউজ ডেস্ক :
নগরের বায়েজিদে একটি সেমিপাকা ঝুট কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শুক্রবার (৯ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সমবায় আবাসিক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের একটি টিম এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
বায়েজিদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেন গণমাধ্যমকে বলেন, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ঝুট কাপড়ের গুদামে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর জানতে ভিজিট করুন- talashtv24.com