২৭/০৭/২০২৪ ইং
Home / অন্যান্য / নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে ২ ছাত্রদল নেতা নিহত

নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে ২ ছাত্রদল নেতা নিহত

নারায়ণগঞ্জ | বৃহস্পতিবার, ১ই সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শহরের বঙ্গবন্ধু সড়ক রণক্ষেত্রে পরিণত হয়ে ছাত্রদলের দুই নেতার মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমীর ইসলামসহ অনেকে। আজ বৃহস্পতিবার (১ই সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে নগরীর বঙ্গবন্ধু সড়কের ২ নম্বর রেলগেট, মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ পুলিশ, সাংবাদিক, বিএনপি ছাত্রদল যুবদলের শতাধিক গুলিবিদ্ধ ও মারাত্মকভাবে আহত হন।

নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়া আহতদের মধ্যে গুলিবিদ্ধরা হলেন সস্তাপুর এলাকার হাজী মহব্বতের পুত্র যুবদল নেতা শাহিন (৪০), শহরের টানবাজার এলাকার মহিবুলের পুত্র জাহাঙ্গীর (৩০), টানবাজারের ফারুকের পুত্র রাজু (২৬), সোনারগাঁওয়ের খেদমত আলীর পুত্র শরীফ (২৫), ফতুল্লার কবিরের পুত্র ইউনুস (৪৩), সিদ্ধিরগঞ্জের মতিউর রহমানের পুত্র সাগর (২২), জিমখানার আব্দুল জব্বারের পুত্র আব্দুস সালাম (৬০), মিজমিজির মোঃ হাফিজ মিয়ার পুত্র মোঃ আখতার (৫২), দেওভোগ মিলন শেখের পুত্র স্বর্ণ শিল্পী মুন্না (১৮), দেওভোগ দাতা সড়কের শহীদ মিয়ার পুত্র মোঃ কাদির (২৭), ২নং রেলগেট আলমাছ পয়েন্টের মোঃ ইসহাকের পুত্র মোঃ শরীফুল ইসলাম (১৯),

শহীদনগরের মোঃ জামালের স্ত্রী শাহনাজ (৫০), হোসাইনী নগরের হানিফ গাজীর পুত্র মো. সবুজ (৩৪), দেওভোগ পানির টাংকির নূর মোহাম্মদের পুত্র মোমেন (৫৫), ২নং রেলগেটের মোজাম্মেল হকের পুত্র শিহাব (২৫), পাইকপাড়ার মৃত সুরুজ মিয়ার পুত্র শামসুল হক (৫০), বেপারীপাড়ার শাহজাহানের স্ত্রী শিল্পী (৪০), জামাইপাড়া এলাকার মোঃ মিলনের পুত্র মোঃ ইব্রাহিম (২৫), ২নং রেলগেট এলাকার কামাল হোসেনের পুত্র সিদ্ধিরগঞ্জের মুক্তি গার্মেন্টের শ্রমিক তাজুল ইসলাম (৩০), মাসদাইরের আবুল কালামের পুত্র আশরাফুল (৩২), শহরের করিম মার্কেটের ইউএস হোসিয়ারীর শ্রমিক সোয়াদ হোসেন (৩০), উজ্জল ভৌমিক (২৮), মিন্টু (২৮), সজিব (১৮), বন্দর রূপালী এলাকার মোঃ হাসেমের পুত্র মোঃ নাসির (৪০), নিতাইগঞ্জের চিত্তরঞ্জনের পুত্র দীপ্ত টিভির জেলা প্রতিনিধি গৌতম সাহা (৩৩)।

টিয়ারশেলে অসুস্থরা হলেন শহরের ডিআইটি এলাকায় অবস্থিত মর্গ্যান স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী আয়শা সুলতানা, লামিয়া, আফসানা মীম, মিমিয়া, রোকেয়া, অষ্টম শ্রেণির শিক্ষার্থী উম্মে হানী, আঁখি, উম্মে কুলসুমসহ শতাধিক। মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু জানান, সরকারি তোলারাম কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফারুক খান সুজন ও ফতুল্লার এনায়েতনগরের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা শাওন পুলিশের গুলিতে মারা গেছেন।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঘটনার বিস্তারিত পরে জানানো হবে বলে জানান।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর সবার আগে জানতে ভিজিট করুন- talashtv24.com

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

লোহাগাড়ায় এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার!

🕒 চট্টগ্রাম ☰ বুধবার, ২৯ মে ২০২৪ খ্রিস্টাব্দ ✒️নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর|চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন পদুয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *