২৭/০৭/২০২৪ ইং
Home / অন্যান্য / লোহাগাড়ায় অবৈধ ৭ করাতকল সিলগালা

লোহাগাড়ায় অবৈধ ৭ করাতকল সিলগালা

প্রকাশিত: শনিবার, ২৭শে মার্চ ২০২২ খ্রিস্টাব্দ

নিউজ ডেস্ক : তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম

মোঃ হারুনুর রশিদ চৌধুরী :
লোহাগাড়ায় অভিযান চালিয়ে অবৈধ সাত করাতকল সিলগালা করে দিয়েছেন বন বিভাগ। শনিবার (২৬শে মার্চ) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বন বিভাগের আওতাধীন পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো: সাইফুল ইসলাম।

অবৈধ করাতকলের মালিকরা হলেন- সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ি শাহ দরবার শরীফ সংলগ্ন এলাকার মোস্তাফিজুর রহমান, ওমর আলী, মো: ইয়াছিন, আবুল হাশেম, পুটিবিলা ইউনিয়নের জোড়পুকুর পাড়া এলাকার মমতাজ উদ্দিন ও মো. ইউসুফ।

পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো: সাইফুল ইসলাম জানান, লাইসেন্স হালনাগাদ না থাকায় বিধিমালা ২০১২ আইনের ৩(১) ধারায় সাত করাতকল সিলগালা করা হয়েছে। এসব করাতকল যাতে পুনারায় চালু করতে না পারে তার জন্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর সবার আগে জানতে ভিজিট করুন- talashtv24.com অথবা talashtv24

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

লোহাগাড়ায় এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার!

🕒 চট্টগ্রাম ☰ বুধবার, ২৯ মে ২০২৪ খ্রিস্টাব্দ ✒️নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর|চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন পদুয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *