২৭/০৭/২০২৪ ইং
Home / অন্যান্য / অপরাধ / ১০ লাখ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইল!

১০ লাখ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইল!

১০ লাখ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইল!

প্রকাশিত: রোববার, ৬ই জুন ২০২১ ইংরেজি

আন্তর্জাতিক ডেস্ক:

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় থেকে প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী। এর মধ্যে ইসরাইলের কারাগারে মৃত্যুবরণ করেছে ২২৬ জন। শনিবার (৫ই জুন) ফিলিস্তিনের স্থানীয় একটি বেসরকারি সংস্থা (এনজিও) এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির। এক বিবৃতিতে ‘বন্দি এবং সাবেক বন্দি’ বিষয়ক (ডিটেইনি অ্যান্ড এক্স ডিটেইনি) কমিশন জানিয়েছে, এই ১০ লাখ গ্রেফতারকৃতদের মধ্যে ১৭ হাজার নারী এবং ৫০ হাজার শিশু। এছাড়া ইসরাইল ফিলিস্তিনিদের বিরুদ্ধে ৫৪ হাজার প্রশাসনিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

এই প্রশাসনিক গ্রেফতারি পরোয়ানা নীতির ফলে বিচার এবং অভিযোগ গঠন ছাড়াই ইসরাইল গ্রেফতারকৃতদের বন্দিত্বের মেয়াদ বাড়াতে পারে। এনজিওটি আরও জানিয়েছে, ইসরাইলের নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতারকৃত সবাই বিভিন্ন ধরনের শারীরিক, মানসিক নির্যাতন এবং নিষ্ঠুর আচরণের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। ফিলিস্তিনির কারাবন্দিদের হিসেব রাখা এনজিওটি জানিয়েছে, বর্তমানে দখলদার ইসরাইলের কারাগারে প্রায় সাড়ে চার হাজার ফিলিস্তিনি বন্দি আছে। এর মধ্যে ৪১ জন নারী, ১৪০ শিশু এবং ৪৪০ জন প্রশাসনিক আদেশের বন্দি রয়েছেন।

উল্লেখ্য, ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরাইল ফিলিস্তিনের পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম, সিরিয়ার গোলান মালভূমি এবং মিশরের সিনাই উপদ্বীপ দখল করে নেয়। যদিও ১৯৭৯ সালে মিসরের সঙ্গে এক শান্তি চুক্তির পর ইসরাইল সিনাই উপদ্বীপ মিশরকে ফেরত দেয়। কিন্তু বাকি অঞ্চলগুলোতে ইসরাইল বাহিনী ফিলিস্তিনিদের সড়ক, আকাশ এবং নৌ পথে অবরুদ্ধ করে রেখেছেন। এছাড়াও ইসরাইল প্রতিনিয়ত পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনি মুসলমানদের অবৈধভাবে জোরপূর্বক উচ্ছেদ করছে।

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

লোহাগাড়ায় এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার!

🕒 চট্টগ্রাম ☰ বুধবার, ২৯ মে ২০২৪ খ্রিস্টাব্দ ✒️নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর|চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন পদুয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *