২৭/০৭/২০২৪ ইং
Home / সারাবাংলা / চট্রগ্রাম / চট্টগ্রামে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

প্রকাশিত: শনিবার, ৫ই জুন ২০২১ ইংরেজি

মোঃ হাসান মিয়া:

সারা দেশের ন্যায় চট্টগ্রামেও দুই সপ্তাহব্যাপী (৫-১৯শে জুন) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ শুরু হয়েছে। শনিবার (৫ই জুন) সকালে নগরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ। জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর।

এ সময় বক্তারা বলেন, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ কর্মসূচির শুভ সূচনা করেন। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অপুষ্টি, রাতকানা রোগ প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে। হাম, নিউমোনিয়া ও ডায়রিয়াজনিত মৃত্যুর হার হ্রাসসহ সকল ধরনের মৃত্যুর হার হ্রাস করে। সরকারের সকল মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

জেলা সিভিল সার্জন জানান, চট্টগ্রাম জেলার ১৫ উপজেলায় ২০০ ইউনিয়নের ৬০০ ওয়ার্ড, ১৫টি স্থায়ী কেন্দ্র, ১৫টি ভ্রাম্যমাণ কেন্দ্র ও ৪ হাজার ৮০০ অস্থায়ী কেন্দ্রে মোট ৭ লাখ ৯০ হাজার ৫০৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

৬-১১ মাস বয়সী ৮৯ হাজার ৪৩৯ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৭ লাখ ১ হাজার ৬৫ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৯শে জুন পর্যন্ত (শুক্রবার ছাড়া) প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টার মধ্যে উপজেলাগুলোতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউনিসেফ চট্টগ্রামের নিউট্রিশন অফিসার ডা. উবাসুই চৌধুরী, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, ইপিআই টেকনোলজিস্ট কাজল কান্তি পাল প্রমুখ।

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

লোহাগাড়ায় এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার!

🕒 চট্টগ্রাম ☰ বুধবার, ২৯ মে ২০২৪ খ্রিস্টাব্দ ✒️নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর|চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন পদুয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *