
কাঁচামাল ভর্তি পিকআপে ফেনসিডিল চালান-গ্রেফতার ২

প্রতিনিধি, ঢাকাঃ
রাজধানীর হাজারীবাগ থেকে কাঁচামালের পিকআপে আনা ১৪২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
মঙ্গলবার ২৭শে এপ্রিল র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোঃ আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- মোঃ সুমন (২৭) ও মোঃ শহিদ (৩০)।
![]()
এএসপি আবদুল্লাহ আল মামুন বলেন, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সীমান্তবর্তী এলাকা থেকে একটি কাঁচামাল ভর্তি পিকআপের গাড়িতে ফেনসিডিলের একটি বড় চালান গাবতলী বেড়িবাঁধ হয়ে হাজারীবাগ থানা এলাকায় আসছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল ভোর সাড়ে ৫টার দিকে হাজারীবাগে বিশেষ চেকপোস্ট স্থাপন করে। পরে চেকপোস্ট থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪২ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, রাজধানীতে নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব পন্থায় নিত্য-নতুন কৌশলে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসা ফেনসিডিল অল্প দামে কিনে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন তারা। গ্রেফতারকৃতদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।

তালাশটিভি২৪.কম | TalashTV24.com সত্যের সন্ধানে নির্ভীক
