
নিজস্ব ডেস্ক :
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার ৩ই ফেব্রুয়ারি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড. এ কে আব্দুল মোমেন।
সেখানে এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, আমাদের পররাষ্ট্র সচিব ভারত গিয়েছিলেন।
সেখানে ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফর নিয়ে আলোচনা হয়েছে। তিনি ২৬শে মার্চ ঢাকা এলে ২৭শে মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হতে পারে।
এছাড়া ভারতের প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছেন। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।
তিনি আরও বলেন, প্রতিবেশী দেশ ভারত ছাড়াও নেপাল ভুটানের সঙ্গে আমরা কানেকটিভিটি চেয়েছি। মিয়ানমার ও চীনের সঙ্গেও আমরা কানেকটিভিটির প্রত্যাশা করছি।
তালাশটিভি২৪.কম | TalashTV24.com সত্যের সন্ধানে নির্ভীক
