২৭/০৭/২০২৪ ইং
Home / শিক্ষা / অন্যান্য / নায়করাজকে স্মরণ করেন শাকিব খান

নায়করাজকে স্মরণ করেন শাকিব খান

নিজস্ব ডেস্ক :
নায়করাজ রাজ্জাকের ৮০তম জন্মদিনে তাকে স্মরণ করেছেন বর্তমান সময়ের ঢালিউডের শীর্ষ চিত্রনায়ক শাকিব খান। এই কিংবদন্তি অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছেন স্মৃতিচারণ করেছেন তিনি।
শাকিব খান তার অফিসিয়াল ফেসবুক পেজে নায়করাজের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে তাকে স্মরণ করেছেন।

তিনি লেখেন, ‘কর্ম, ব্যক্তিত্বে সফলভাবে একটা জীবন পার করে গেছেন। যা সবসময় আমার কাছে অনুসরণীয়। তাই চলচ্চিত্রে আমার কাছে সাফল্যের আরেক নাম নায়করাজ রাজ্জাক।

আমি সত্যিই ভাগ্যবান যে খুব কাছে থেকে আপনার দোয়া, স্নেহ, নির্দেশনা পেয়েছি। কোটি বাঙালি ভালোবাসায় আপনাকে রাজার আসনে বসিয়েছেন।

তিনি আরও লেখেন, ‘মৃত্যুর পরেও আপনি হয়ে আছেন আমাদের হৃদয়ে চিরদিনের নায়করাজ। ৭৯তম জন্মদিনে পরম শ্রদ্ধা হে প্রিয় কিংবদন্তি। ’

১৯৪২ সালের ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন রাজ্জাক। তার পুরো নাম আব্দুর রাজ্জাক। ষাটের দশকে নির্মাতা সালাউদ্দিনের ‘তেরো নম্বর ফেকু ওস্তাগার লেন’ চলচ্চিত্রের একটি পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে যাত্রা শুরু করেন তিনি। ৩০০টিরও বেশি বাংলা ও উর্দু ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন নায়করাজ। তিনি ২০১৭ সালের ২১ই আগস্ট সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান ।

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

লোহাগাড়ায় এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার!

🕒 চট্টগ্রাম ☰ বুধবার, ২৯ মে ২০২৪ খ্রিস্টাব্দ ✒️নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর|চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন পদুয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *