
🕒 জাতীয় ☰ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
👤✒নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর | চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ ইং শুক্রবার বিকাল ৫টায় নগরীর মাঝিরঘাটস্থ বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত বক্তারা বলেন, চট্টগ্রাম নিউমুরিং কন্টেনার টার্মিনাল দেশের অর্থনীতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ। এটিকে গোপন চুক্তির মাধ্যমে বিদেশি মালিকানাধীন কোম্পানির হাতে তুলে দেওয়ার পাঁয়তারা জাতীয় স্বার্থ বিরোধী এবং শ্রমিক স্বার্থবিরোধী এক গভীর ষড়যন্ত্র। তাঁরা লালদিয়ার চরকে মার্স্ক এর নিকট ইজারা দেওয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করেন।
সংগঠনের সভাপতি এম. নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক মাস্টার মো. আকতার জামাল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মাস্টার মো. হাবিবুর রহমান, বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস.এম. শামসুল হক, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মাস্টার মো. সেলিম, মাস্টার আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মো. আজগর হোসেন তালুকদার, কোষাধ্যক্ষ ইন্জিনিয়ার জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক খলিল সিকদার, সদস্য সাজ্জাদ হোসেন জনি, হেলান মৃধা, আব্দুর ছবুর, নির্মাণ শ্রমিক নেতা জসিম উদ্দিন, লবণ মাঠ শ্রমিক নেতা ইয়াহিয়া খান, শামসুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় জল পরিবহন কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়ন এর কোষাধ্যক্ষ আব্দুল কাদের সারেং, দোকান মালিক শ্রমিক ইউনিয়ন নেতা লিটন চৌধুরী প্রমূখ।
🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবার আগে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐