
সৈয়দ মো. কুতুবউদ্দিন
🕒 চট্টগ্রাম ☰ বুধবার ২১ মে ২০২৫ খ্রিস্টাব্দ
✒️নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর | সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস চট্টগ্রাম আগ্রাবাদ থেকে সিনিয়র অফিসার অবসরপ্রাপ্ত জনাব সৈয়দ মোহাম্মদ কুতুবউদ্দিন চট্টগ্রামের মিরশ্বরাই থানাধীন গ্রামের বাড়ীতে নিজ বাসস্থানে গত মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ২.০০ ঘটিকায় আকষ্মিকভাবে ইন্তেকাল করেন- (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন)। এসময় তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬৬ বছর। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রীসহ আত্মীয়স্বজন, বন্ধুমহল, শুভাকাঙ্ক্ষী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।
তিনি বিগত ২০১৭ সালে অবসর গ্রহণ করেন। তিনি সোনালী ব্যাংক পিএলসি এর সিপিএফ পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি অত্যন্ত বিনয়ী ও ব্যক্তিত্ব সম্পন্ন লোক ছিলেন। চট্টগ্রাম সিপিএফ পরিষদ’র সম্মানিত সভাপতি মো. বদরুল করিম চৌধুরীসহ অত্র সিপিএফ পরিষদের সকল সদস্য মরহুমের অকাল মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। মহান আল্লাহ তা’য়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন -আমিন।
🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐