১৭/০১/২০২৫ ইং
Home / X-Clusive / নির্বাচন কখন হবে, তা সরকার ও রাজনৈতিক দলের বিষয় : জাতিসংঘ

নির্বাচন কখন হবে, তা সরকার ও রাজনৈতিক দলের বিষয় : জাতিসংঘ

🕒 জাতীয় ☰ বুধবার ১৫ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ

✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর | বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কবে হবে, তা অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোর বিষয় বলে মন্তব্য করছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। চলতি বছরের মাঝামাঝি সময়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনের যে দাবি বিএনপি জানিয়েছে, সে বিষয়ে এক প্রশ্নের উত্তরে মঙ্গলবার (১৪ জানুয়ারি) তিনি এ কথা বলেন। গোয়েন লুইসের নেতৃত্বে ইউএনডিপির নির্বাচন বিষয়ক মিশন গতকাল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। পরে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন গোয়েন।

নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা আমাদের নির্বাচন মিশনের আলোচনার আওতার বাইরে। এটা আসলে রাজনৈতিক দল ও সরকারের সিদ্ধান্ত। আমরা নির্বাচনের সময়সীমা নিয়ে আলোকপাত করছি না। এই সিদ্ধান্ত নেবে অধ্যাপক ইউনূসের সরকার এবং রাজনৈতিক দলগুলো।

গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের সঙ্গে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে দ্বান্দ্বিক অবস্থানে আছে বিএনপি এবং সমমনা দলগুলো।

গোয়েন লুইস বলেন, নির্বাচনে কারিগরি সহায়তা চেয়ে জাতিসংঘকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন। কী কী সহায়তা লাগবে এবং সেটা কীভাবে করা হবে, তা নির্ধারণে কাজ করছে এই ইউএনডিপির মিশন। সেজন্য ইউএনডিপি মিশনের প্রতিনিধিরা আগামী ১০ দিন বাংলাদেশ থেকে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, সুশীল সমাজ, শিক্ষকসহ অংশীজনদের সঙ্গে বৈঠক করবে।

কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন মিশন বসবে তা জানতে চাইলে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বলেন, যতগুলো সম্ভব; বাংলাদেশে রাজনৈতিক দল হিসাবে যাদের চিন্তা করা যায়, এমন প্রত্যেকের সঙ্গেই বসবে তারা। স্থানীয় নির্বাচন নয়, কেবল জাতীয় নির্বাচনে সহযোগিতার বিষয় নিয়ে এই মিশন কাজ করবে বলে আরেক প্রশ্নের জবাবে জানান গোয়েন লুইস।

ভোটার তালিকা হালনাগাদের ক্ষেত্রে যন্ত্রপাতি ও কারিগরি সহযোগিতার বিষয়েও কমিশনের সঙ্গে আলোচনা করার কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছে। এটাও (ভোটার নিবন্ধনে সহায়তা) আলোচনার অংশ ছিল।

🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

পুলিশ হেফাজতে নির্যাতন, ওসি নাজিমের বিরুদ্ধে মামলার পুনঃতদন্তের নির্দেশ

🕒 আইন-আদালত ☰ মঙ্গলবার ৭ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *