🕒 চট্টগ্রাম ☰ মঙ্গলবার ২৮ মে ২০২৪ খ্রিস্টাব্দ
✒️নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর | চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন পুরাতন কালুরঘাটে ভাসমান অবস্থায় পাওয়া একটি অজ্ঞাতনামা শিশুর (ছেলে) পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করেছে থানা পুলিশ। মৃত শিশুর আনুমানিক বয়স ৮-১০ বছর।
চান্দঁগাও থানার ওসি জাহেদুল কবীর বিষয়টি নিশ্চিত করে ডিউটি অফিসারের উক্ত মোবাইল নং- ০১৩২০-০৫২৪৪৯ এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।
থানা সূত্রে জানা যায়, গত ২৫ মে দুপুর আড়াইটার দিকে চান্দগাঁও থানার পুরাতন কালুরঘাট শ্রী তারানন্দ মন্দিরের পূর্ব পাশের বাউন্ডারীর বাহিরে ডর্ক ইয়ার্ড এর পাশের ডোবায় ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা শিশুর লাশটা পাওয়া যায়।
মৃত শিশুর পরনে ছিলো গায়ে শার্ট ও জিন্স প্যান্ট। মুখে অনেকটা আঘাতের চিহ্ন। তবে স্থানীয় লোকজন কেউ লাশটি শনাক্ত করতে পারেনি।
ছবিতে প্রদর্শিত মৃত শিশুর চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে নগরীর চান্দগাঁও থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন চান্দগাঁও থানা। কেননা, শিশুটির পরিচয় শনাক্ত করা খুবই প্রয়োজন।
🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবার আগে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐