১৪/১০/২০২৫ ইং
Home / X-Clusive / নগরীর সিএমপিতে ৩ ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন

নগরীর সিএমপিতে ৩ ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন

🕒 জাতীয় ☰ সোমবার ১২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ

✒️মো: ইলিয়াছ ইমরুল (চট্টগ্রাম): নিউজ ডেস্ক তালাশটিভি টোয়েন্টিফোর| চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মোহরা, পাঁচলাইশ থানার মুরাদপুর ও বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়। সোমবার (১২ ফেব্রুয়ারি) সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের অধীনে ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করেন তিনি।

এ সময় সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা শীত-গ্রীষ্ম-বর্ষায় অত্যন্ত বৈরী পরিবেশে ডিউটি করে থাকে। যেহেতু তাদের সারাক্ষণ রাস্তায় থাকতে হয়, তাই তারা নামাজ ও ফ্রেশ হওয়া বা ওয়াশ-রুম ব্যবহারের উপযুক্ত স্থান পাননা। বিশেষ করে নারী পুলিশ সহকর্মীরা বেশি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তাদের কথা বিবেচনায় রেখে সিএমপি এই উদ্যোগ গ্রহণ করেছে। ভালো কর্মপরিবেশ ট্রাফিক পুলিশকে তাদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলে আমি আশা করি।

এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ.স.ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ কমিশনার ( ট্রাফিক) মাসুদ আহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: আব্দুল ওয়ারিশ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদীন ও পুলিশ পরিদর্শক মো: কামরুজ্জামান রাজসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবার আগে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

পরীক্ষামূলকভাবে পিআরে ভোট করার এনসিবি’র আহ্বান

🕒 রাজনীতি ☰ বোধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ 👤✒নিজস্ব প্রতিবেদক (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *