২৮/০১/২০২৫ ইং
Home / X-Clusive / কলেজছাত্রীর মামলায় পুলিশের সাবেক পরিদর্শক মিজানের যাবজ্জীবন

কলেজছাত্রীর মামলায় পুলিশের সাবেক পরিদর্শক মিজানের যাবজ্জীবন

🕒 আইন-আদালত ☰ শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ

✒️ তালাশটিভি টোয়েন্টিফোর নিউজ ডেস্ক|নগরীর ফয়ে’স লেক থেকে কলেজ ছাত্রীকে তুলে নিয়ে চকবাজারের একটি হোটেলে ধর্ষণ চেষ্টার দায়ে পুলিশের সাবেক পরিদর্শক মিজানুর রহমানকে (বরখাস্ত) যাবজ্জীবন কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর একটি ধারায় তাকে ১০ বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এই রায় ঘোষণা করেন।

উক্ত ট্রাইব্যুনালের পিপি খন্দকার আরিফুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় যাবজ্জীবন ও ৯ (৪) খ ধারায় মিজানুর রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আনীত অভিযোগ সন্দেহাতীভাবে প্রমাণিত হওয়ায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এই রায় ঘোষণা করেছেন। এ সময় কাঠগড়ায় হাজির ছিলেন মিজানুর রহমান। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্র জানায়, ২০১১ সালের ১২ জুলাই নগরীর একটি বেসরকারি কলেজের ছাত্রী ও তার ছেলে বন্ধুকে ফয়ে’স লেক থেকে জোর করে গাড়িতে তুলে চকবাজারের একটি হোটেলে নিয়ে যান পরিদর্শক মিজানুর রহমান। এক পর্যায়ে সেখানে ওই কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়। কলেজছাত্রী ও তার বন্ধু ফয়ে’স লেকে ঘুরতে গিয়েছিলেন। এ ঘটনায় কলেজছাত্রী বাদী হয়ে মিজানুরের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এরপর তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ প্রশাসন। ঘটনার সময় মিজানুর রহমান বি.বাড়িয়া জেলার কসবা থানায় কর্মরত ছিলেন। একটি মামলায় সাক্ষ্য দিতে পাঁচ দিনের জন্য তিনি চট্টগ্রামে আসেন। চলতি বছরের ৩০ এপ্রিল মিজানের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ করে আদালত।

সেদিন মিজানুর রহমান কাঠগড়ায় হাজির ছিলেন। একপর্যায়ে উচ্চ আদালত থেকে পাওয়া জামিন বাতিল করে সেদিন তাকে কারাগারে পাঠায় আদালত। এর আগে পুলিশের দেওয়া চার্জশিট গ্রহণ এবং চার্জগঠন করে মিজানুর রহমানের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

নির্বাচন কখন হবে, তা সরকার ও রাজনৈতিক দলের বিষয় : জাতিসংঘ

🕒 জাতীয় ☰ বুধবার ১৫ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *