২১/১২/২০২৪ ইং
Home / X-Clusive / ঘরজামাই থাকতে না চাওয়ায় জামাইকে হত্যাচেষ্টা!

ঘরজামাই থাকতে না চাওয়ায় জামাইকে হত্যাচেষ্টা!

🕒 অপরাধ ☰ রবিবার ২০ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ

✒️ নড়াইল প্রতিনিধি | নড়াইল সদর উপজেলায় ঘরজামাই থাকতে না চাওয়ায় জামাই আকাশ মোল্যাকে (২৩) নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। শনিবার (১৯ আগস্ট) রাতে সদর উপজেলার ফুলশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন। আকাশ মোল্যা সদর উপজেলার গোপালপুর গ্রামের আলতাফ মোল্যার ছেলে। এ সময় ঘটনার বিচার দাবি করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।

ভুক্তভোগীর পরিবার জানায়, চার মাস আগে পার্শ্ববর্তী ফুলশ্বর গ্রামের লিকটন মোল্যার মেয়ে তাহমিনার সঙ্গে তার বিয়ে হয় আকাশের। বিয়ের পর থেকে আকাশ স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করতেন। এসময় তিনি শ্বশুরের জমিজমার কাজসহ গৃহস্থালির যাবতীয় কাজ করতেন। বিষয়টি আকাশের ভালো না লাগায় বার বার স্ত্রী তাহমিনাকে নিয়ে নিজেদের বাড়ি ফেরার চেষ্টা করেও শ্বশুরের বাধার মুখে ব্যর্থ হন। শনিবার আকাশ স্ত্রীকে নিয়ে নিজ বাড়ি চলে আসতে চাইলে শ্বশুর বাড়ির লোকজনের বাধার মুখে পড়েন। তারা আকাশকে হাত-পা বেঁধে বাড়ির অদূরে বিলের মধ্য ফেলে অমানুষিক নির্যাতন চালান। এক পর্যায়ে আকাশ নিস্তেজ হয়ে পড়লে সেখানে ফেলে রেখে পালিয়ে যান তারা।

আকাশের মা ময়না বেগম এবিষয়ে জানান, আমার ছেলেকে হত্যার ‍উদ্দেশ্যে এভাবে নির্যাতন করেছে তারা। সে মারা গেছে মনে করেই ফেলে রেখে গেছে। ভাগ্য ভালো যে রাত ৯টার দিকে এক পথচারী গোঙানির শব্দ শুনে সেখানে গিয়ে তাকে উদ্ধার করেছে। খবর পেয়ে আমরা আকাশকে সদর হাসপাতালে নিয়ে এসেছি।

এ ঘটনা জানাজানির পর আকাশের শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যাওয়ায় এ বিষয়ে কারো বক্তব্য পাওয়া যায়নি। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবার আগে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

চবিতে শুরু হচ্ছে ডোপ টেস্ট, পজিটিভ হলে সিট বাতিল

🕒 অপরাধ ☰ বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ✒️নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *