১৪/১০/২০২৫ ইং
Home / X-Clusive / এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে সম্পন্ন

এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে সম্পন্ন

চট্টগ্রাম ☰ বুধবার ২২ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ

মোঃ রবিউল হোসাইন- স্টাফ রিপোর্টার | এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে পারভেজ স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়েছে। ৮নং শুলকবহর ওয়ার্ডের মেয়র গলি টিএন্ডটি স্টাফ কোয়ার্টার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নূর আলম স্মৃতি সংসদকে ২০ রানে পরাজিত করে তারা। পারভেজ স্মৃতি সংসদ প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে নুর আলম স্মৃতি সংসদ ৫২ রান করে অল আউট হয়ে যায়। টুর্নামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হন রুবেল, সেরা বোলার সৌরভ ও সেরা ব্যাটসম্যান হিসেবে নির্বাচিত হন শরিফ। ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ বিবেচিত হন আদিল।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য ফরিদ মাহমুদ। এতে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগ সদস্য সৈয়দ আমিনুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, জাবেদ হোসেন খান ও মেজবাহ উদ্দীন চৌধুরী নোবেল। বক্তব্য রাখেন ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু। উপস্থিত ছিলেন সৈয়দ আসাদ সর্দার, আশরাফুল গনি, সালাউদ্দিন লেদু, রিদুয়ান খাঁন রকি, জয়নাল আরিফ, মুহাম্মদ ইবাহিম করিম, শাহ নেওয়াজ, জাহাঙ্গীর আলম সৌরভ, ইমরানুল হক সম্রাট প্রমুখ। উক্ত টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়।

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

পরীক্ষামূলকভাবে পিআরে ভোট করার এনসিবি’র আহ্বান

🕒 রাজনীতি ☰ বোধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ 👤✒নিজস্ব প্রতিবেদক (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *