চকরিয়া | রবিবার, ৩ই জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ
‘এমন জীবন তুমি করিবে গঠন,
মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন।’
আজ মুহাম্মদ হাসানের শুভ জন্মদিন। ২০২০ সালের ০৩ই জুলাই পবিত্র দিন শুক্রবারে চট্টগ্রামের চকরিয়া থানার স্থায়ী বাসিন্দা মুহাম্মদ ইউনুছ ও মোছাম্মাৎ সালেহা বেগম (মুক্তা) এর ঘর আলোকিত করে জন্মগ্রহণ করে মুহাম্মদ হাসান। আজ তার দু’বছর পূর্ণ হল। মুহাম্মদ হাসানের শ্রদ্ধেয় বাবা ও মা সকলের কাছে তার সু-স্বাস্থ্য ও দীর্ঘ হায়াতের জন্য দো’য়া কামনা করেন।
★ সকলের নিকট দো’য়া প্রার্থী ★
মুহাম্মদ হাসানের শ্রদ্ধেয় বাবা মুহাম্মাদ ইউনুছ ও শ্রদ্ধেয় মা মোছাম্মাৎ সালেহা বেগম (মুক্তা)।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর সবার আগে জানতে ভিজিট করুন- talashtv24.com