১৫/০১/২০২৫ ইং
Home / অন্যান্য / ফের বাড়লো সয়াবিন তেলের দাম!

ফের বাড়লো সয়াবিন তেলের দাম!

চট্টগ্রাম | বৃহস্পতিবার, ৫ই মে ২০২২ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক :
খুচরা বাজারে সরবরাহ সঙ্কটের মধ্যেই সয়াবিন তেলের দাম আবার বেড়েছে। মিল মালিকরা সয়াবিন তেলের দাম বৃদ্ধির এই ঘোষণা দিয়েছেন আজ বৃহস্পতিবার(৫ই মে)।
নতুন দাম অনুযায়ী, খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮০ টাকায় বিক্রি হবে; যা এতদিন বিক্রি হতো ১৪০ টাকায়। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৬০ টাকা থেকে বাড়িয়ে ১৯৮ টাকা করা হয়েছে। পাঁচ লিটারের বোতলের নতুন দাম হবে ৯৮৫ টাকা।

আগে বাণিজ্য মন্ত্রণালয় থেকে মিল মালিকদের সঙ্গে আলোচনা করে ভোজ্য তেলের দাম ঘোষণা করা হলেও এবার মিল মালিকরা মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে নিজেরাই মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। ঈদের পর আজ বৃহস্পতিবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফাচারার্স অ্যাসোসিয়েশনের এক বার্তায় ভোজ্য তেলের নতুন এই দাম ঘোষণা করা হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, পরিশোধিত পাম সুপার তেল প্রতি লিটারের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১৭২ টাকা যা এতদিন ছিল ১৩০ টাকা। করোনাভাইরাস মহামারীর মধ্যে ইউক্রেইন যুদ্ধের পর সয়াবিনসহ ভোজ্যতেলের দাম বিশ্ববাজারে চড়তে থাকায় দেশের ব্যবসায়ীরাও দাম বাড়ানোর পক্ষে বলেছিলেন। আমদানিতে সঙ্কট না থাকা সত্ত্বেও রোজার ঈদের আগে হঠাৎ করেই খুচরা বাজার থেকে সয়াবিন তেল উধাও হয়ে যায়।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব তাজা খবর জানতে ভিজিট করুন- talashtv24.com

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

জমকালোভাবে অনুষ্ঠিত চট্টগ্রাম বৃহত্তর ‘০৮-১০’ ব্যাচের আনন্দ ভ্রমণ ও পিকনিক

🕒 সংগঠন ☰ রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ✒️মো. ফারুক হোসাইন (চট্টগ্রাম)|নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর|জমকালোভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *