চট্টগ্রাম | বৃহস্পতিবার, ২৮শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিবেদক : জাতীয় আইনগত সহায়তা দিবস আজ বৃহস্পতিবার (২৮শে এপ্রিল)। এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’। এ উপলক্ষে সারাদেশের ন্যায় জেলা লিগ্যাল এইড কমিটি (ডিল্যাক), চট্টগ্রামও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপনের উদ্যোগ নিয়েছে।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর সবার আগে জানতে ভিজিট করুন- talashtv24.com/talashtv24
এর মধ্যে রয়েছে সকাল সাড়ে ৮ টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি এবং সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা। আর্থিকভাবে অসচ্ছলদের সরকারি খরচে আইনগত সহায়তা কার্যক্রমকে গতিশীল করা এবং এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ২০১৩ সালের ২৯ জানুয়ারি অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে ২৮শে এপ্রিলকে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ ঘোষণা করা হয়।
এরই ধারাবাহিকতায় ২০১৩ সাল থেকে দেশব্যাপী ২৮শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়।