২১/১২/২০২৪ ইং
Home / জাতীয় / ই-নামজারি কীভাবে করবে, জানাল ভূমি মন্ত্রণালয়

ই-নামজারি কীভাবে করবে, জানাল ভূমি মন্ত্রণালয়

ই-নামজারি কীভাবে করবে, জানাল ভূমি মন্ত্রণালয়

প্রকাশিত: শনিবার, ৬ই নভেম্বর ২০২১ খ্রিস্টাব্দ

নিউজ ডেস্ক । ঢাকা । তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম

নাগরিকরা কীভাবে ভূমির ই-নামজারির ফি অনলাইনে পরিশোধ করে রশিদ হাতে পাবেন, তা জানিয়েছে ভূমি মন্ত্রণালয়। ই-নামজারি, জমাভাগ ও জমা একত্রীকরণ বাবদ ফি অনলাইনে দেওয়া সংক্রান্ত এক পরিপত্রে মঙ্গলবার এর প্রক্রিয়া তুলে ধরা হয়।

ই-নামজারি আবেদনের সময় প্রথমেই কোর্ট ফি বাবদ ২০/= টাকা ও নোটিশ জারি ফি বাবদ ৫০/= টাকাসহ মোট ৭০/= টাকা অনলাইনে জমা দিতে হবে। নামজারি অনুমোদনের পর রেকর্ড সংশোধন বা হালনাগাদ ফি বাবদ ১০০০/= টাকা এবং প্রতি কপি নামজারি খতিয়ান সরবরাহ বাবদ ১০০/= টাকা অর্থাৎ মোট ১,১০০/= টাকা আবেদনকারী অনলাইনে জমা দিবেন। এই ১,১০০/= টাকা পরিশোধের পর কিউআর কোডযুক্ত (কুইক রেসপন্স কোড) অনলাইন ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রিসিভ) সংগ্রহ করা যাবে।

ভূমি কর ছাড়া অন্যান্য সরকারি পাওনা আদায় করার পর যে নির্ধারিত ফরমে রসিদ দেওয়া হয় তাকে ডিসিআর বলে। ভূমি মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ মো: আব্দুল্লাহ আল নাহিয়ান গণমাধ্যমকে বলেন, “এই ডিসিআর ম্যানুয়াল পদ্ধতিতে প্রদত্ত বা বিজি প্রেস থেকে ছাপানো ডিসিআরের সমপর্যায়ের এবং আইনগতভাবে বৈধ ও সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য এবং ব্যবহারযোগ্য হবে।”

NB: অনলাইনে নামজারি বা ই-নামজারি সেবার জন্য ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (https://land.gov.bd/) প্রবেশ করতে হবে।

ঘরে বসেই বিজ্ঞাপন দিন
শ্রেণীভুক্ত বিজ্ঞাপন, আবশ্যক, বাড়ি ভাড়া,  হারিয়েছে, পুনর্মিলনী, চিকিৎসা সম্পর্কিত, স্থান ও নাম পরিবর্তন, সার্টিফিকেট ও কাগজপত্র হারানো, হারানো বিজ্ঞপ্তি, জীবন বাঁচানোর জন্য রক্ত চাই/দান, চাকরি চাই, ক্রয়-বিক্রয়, পাত্র-পাত্রী ও বিবাহ, টিউশনির বিজ্ঞাপনসহ যেকোন বিজ্ঞাপন প্রদানের জন্য যোগাযোগ করুন- 01970 862901 অথবা ই-মেইল করুন- talashtv247@gmail.com এ ঠিকানায়। আর মূল পত্রিকা ছাড়াও আপনার পাঠানো বিজ্ঞাপন দেখতে বিশ্বের যেকোন প্রান্ত থেকে ভিজিট করুন- www.talashtv24.com

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

চবিতে শুরু হচ্ছে ডোপ টেস্ট, পজিটিভ হলে সিট বাতিল

🕒 অপরাধ ☰ বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ✒️নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *