২১/১২/২০২৪ ইং
Home / জাতীয় / ফরিদপুরে চলছে কঠোর লকডাউন

ফরিদপুরে চলছে কঠোর লকডাউন

ফরিদপুরে চলছে কঠোর লকডাউন

প্রকাশিত: শুক্রবার, ২৩শে জুলাই ২০২১ খ্রিস্টাব্দ

সুমন বিশ্বাস (ফরিদপুর প্রতিনিধি) :

সারাদেশের মতো ফরিদপুরেও কঠোর ভাবে পালন হচ্ছে লকডাউন। আর তা সফল করতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ এবং আনসার ব্যাটালিয়ানদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মত। ইমারজেন্সী রোগির গাড়ি ছাড়া শহরের ভিতর কোন গাড়ি প্রবেশ করতে দিচ্ছে না। ফরিদপুরে প্রবেশ করার প্রতিটা প্রবেশ মুখে রয়েছে পুলিশের চেকপোস্ট। কোন গাড়ি প্রবেশ করতে চাইলে তাদেরকে উপযুক্ত কারন দেখিয়ে তারপর ভিতরে প্রবেশ করতে দিচ্ছে; অন্যথায় তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। সরকারের ঘোষিত ২৩শে জুলাই থেকে ৫ই আগষ্টের লক ডাউন আজ থেকে শুরু হয়েছে।

সকালবেলা বিভিন্ন স্পটে ঘুরে দেখা গেছে শহরের লোক সংখ্যা অনেক কম। মাঝেমধ্যে দুয়েকটা বিক্ষিপ্ত রিকশাকে চলাফেরা করতে দেখা গেছে। শহরে এখনো কোনো বাস বা বড় কোনো যানবাহন চলতে দেখা যায়নি। শহরের ওষুধের দোকান গুলো খোলা থাকলেও মুদি দোকান, মার্কেট শপিং মল ছিল যথারীতি বন্ধ। প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল একেবার কম থাকলেও গ্রামাঞ্চলে বা শহরতলীতে কিছুসংখ্যক দোকান খোলা দেখতে পাওয়া গেছে। তবে সেগুলোতে কাস্টমার ছিল খুবই কম। এছাড়া শহরের খাবার হোটেল গুলো খোলা থাকলেও তাতে পার্সেল এর মাধ্যমে বেচাকেনা করতে দেখা গেছে। এছাড়া লকডাউন সফল করতে ফরিদপুর পৌরসভার উদ্যোগে মাইকিং করা হচ্ছে।

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

চবিতে শুরু হচ্ছে ডোপ টেস্ট, পজিটিভ হলে সিট বাতিল

🕒 অপরাধ ☰ বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ✒️নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *