তিমির পেটে পাওয়া ‘গুপ্তধন’ বদলে দিল জেলেদের জীবন!
প্রকাশিত: বুধবার, ৯ই জুন ২০২১ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিবেদক:
ইয়েমেনে একদল জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়ে একটি মরা তিমি ভাসতে দেখলো। সেটাকে তীরে এনে পেট কেটে পেলো মহা মূল্যবান এক পদার্থ। এর নাম অ্যাম্বারগ্রিজ।তিমির পেটে পাওয়া এই জিনিসটি জেলেদের জীবন বদলে দিয়েছে। সুগন্ধী তৈরির ওই মহা মূল্যবান উপাদান তারা বিক্রি করেন ১৫ লাখ ডলার দিয়ে। এই অর্থ দিয়ে তারা বাড়ি, গাড়ি ও নৌকা কিনেন। এখন তারা বিয়ের জন্য কনে দেখছেন। প্রাপ্ত ঐ অর্থ থেকে তারা দরিদ্র মানুষদেরও সাহায্য করেছেন।
জানা যায়, মরা তিমিটি তীরে নিয়ে কৌতুহল বসত জেলেরা এটির পেট কাটলো। এরপর তারা এর ভিতর থেকে তীব্র সুগন্ধ বেরিয়ে আসতে দেখে ঘাবড়ে গেলো। তারা একজনকে ফোন করে জানানোর পর তিনি জানালেন, যা পাওয়া গেছে তা মহা মূল্যবান অ্যাম্বারগ্রিজ। এটি ওষুধ, সুগন্ধী ও যৌন উত্তেজক ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এটি একটি আঠালো ও মোমের মতো পদার্থ। স্পার্ম জাতীয় তিমির অন্ত্রে এ পদার্থ পাওয়া যায়। বিশেষজ্ঞরা বলছেন, ১-৫ শতাংশ স্পার্ম তিমির অন্ত্রে অ্যাম্বারগ্রিজ থাকে।