উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত: সোমবার, ৭ই জুন ২০২১ ইংরেজি
মোঃ জহিরুল ইসলাম (বিশেষ প্রতিনিধি) :
সৌদি বাদশার নিজস্ব সাহায্য সংস্থা ‘কিং সালমান হিউম্যানেটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার (king Salman humanitarian aid & relief centre)’ এর অর্থায়নে এবং প্রকল্পের কৌশলগত অংশীদার ও বাস্তবায়নকারী সংস্থা ‘ওয়ার্ল্ড মুসলিম লীগ (Muslim World League)’ এর সহযোগিতায়, লোকাল পার্টনার ‘আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন’র সার্বিক ব্যবস্থাপনায় কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং, ভাসানচরে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক এবং শরণার্থী শিবিরের আশেপাশে ও বাংলাদেশের বিভিন্ন স্থানের ৮০ হাজার দুঃস্থ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের এক বিশাল প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
তম্মধ্যে উখিয়া কুতুপালং ও ভাসানচরে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা পরিবার রয়েছে চল্লিশ হাজার, যা থেকে দুই লাখ রোহিঙ্গা শরণার্থী উপকৃত হবে। প্রকল্পের অংশ হিসেবে গত রোববার, ৬ই জুন ২০২১ ইংরেজি উখিয়া কুতুপালং ১০নং ক্যাম্পে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের দুই হাজার রোহিঙ্গা নাগরিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, সম্মানিত অতিথি ছিলেন কিং সালমান হিউম্যানেটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের সিনিয়র অফিসার ড. তাহা বিন ওমর আল খতীব, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তুর্কী সাঈদ আল গামেদী এবং এনজিও এ্যাফেয়ার্স ব্যুরোসহ সংশ্লিষ্ট সরকারী সংস্থার সাথে সমন্বয় পূর্বক খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমটি তত্বাবধান করেছেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মাননীয় সংসদ সদস্যের প্রেস সচিব অধ্যাপক শাব্বির আহমদ।