২১/১১/২০২৪ ইং
Home / আন্তর্জাতিক / মালয়েশিয়া জুড়ে দুই সপ্তাহের লকডাউনের ঘোষনা!

মালয়েশিয়া জুড়ে দুই সপ্তাহের লকডাউনের ঘোষনা!

মালয়েশিয়া জুড়ে দুই সপ্তাহের লকডাউনের ঘোষনা!

প্রকাশিত : শনিবার, ২৯শে মে ২০২১ ইংরেজি

মোঃ হাসান মিয়া :

মহামারি করোনা মোকাবিলায় আগামী ১লা জুন থেকে ১৪ই জুন পর্যন্ত দেশব্যাপী কঠোর লকডাউন দিচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। আজ দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দুই সপ্তাহের জন্য লকডাউনের এ ঘোষণা দেয়া হয়। এর পূর্বে ৭ই জুন পর্যন্ত এমিসও ঘোষণা করেছিল সরকার।

শুক্রবার (২৮শে মে) রেকর্ড সংখ্যক ৮ হাজার ২৯০ জন করোনা রোগী শনাক্তের খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে লকডাউনের এ ঘোষণা দিলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সভা শেষে এ ঘোষণা দেয়া হয়। ঘোষিত এ লকডাউনে একেবারেই প্রয়োজনীয় অর্থনীতির এমন কিছু খাঁত বাদে সবকিছুই বন্ধ থাকবে।

উল্লেখ্য, তৃতীয় দফা করোনা মোকাবেলায় বেশ হিমশিম খাচ্ছে মালয়েশিয়া সরকার। গত চারদিনে প্রতিদিনই রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। যার সবশেষ শুক্রবার প্রথমবারের মতো ৮ হাজার ছাড়ালো। পরপর এতো বিধিনিষেধ জারির পরও সংক্রমণ রোধ হচ্ছে না। দেশটির সরকার মনে করে মানুষের চলাচলকে নিয়ন্ত্রণ ছাড়া কোনভাবেই করোনা মোকাবেলা সম্ভব নয়। আর সে কারণেই সম্পূর্ণ লকডাউনের এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

নরমাল ডেলিভারিতে একসঙ্গে ৩ নবজাতকের জন্ম

🕒 চট্টগ্রাম ☰ বৃহস্পতিবার ৭ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (লোহাগাড়া) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *