পহেলা বৈশাখ ভুলে গিয়ে আল্লাহকে স্মরণ করুন-ওমর সানি
নিজস্ব ডেস্ক :
নব্বই দশকদের ঢাকাই ছবির ক্রেজ ছিলেন চিত্রনায়ক ওমর সানি। দুই যুগের বেশি সময় ধরে তিনি ছুটে চলেছেন স্বমহিমায়। তার অভিনীত অসংখ্য ব্যবসা সফল ছবি দর্শকদের মনে গেঁথে রয়েছে। কয়েক বছর যাবত অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অ্যাকটিভ এই অভিনেতা।
তিনি প্রায়ই দেশ ও মানুষের কল্যাণে পোস্ট করে থাকেন। রবিবার ১১ই এপ্রিল ফেইসবুকে একটি পোস্ট করে দেশের মানুষকে সজাক হতে বলেছেন ওমর সানি।
তিনি লিখেছেন,‘দয়া করে এবার পহেলা বৈশাখের নাম নিবেন না। ভুলে যান, সামনে ঈদে নতুন কিছু কিনতে হবে। শুধু বাঁচার জন্য স্বাস্থ্যবিধি ফলো করা, আল্লাহকে স্মরণ করা। বেঁচে থাকলে পহেলা বৈশাখ ও ঈদ অনেক পাবেন। রিজিকের মালিক আল্লাহ কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। হোক না সেটা সীমিত লস। হিসাব করে লাভ নেই, আল্লাহ্ চাইলে সব হবে।’
সম্প্রতি ওমর সানি বাদে তার স্ত্রী মৌসুমী, ছেলে ফারদিন, পুত্রবধূ আয়েশা ও মেয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন। গত ৩ই এপ্রিল নমুনা পরীক্ষা করাতে দেন সানী পরিবারের সবাই। ফলাফলে দেখা যায়, একমাত্র ওমর সানী ছাড়া পরিবারের সবাই করোনা পজিটিভ।