

🕒 চট্টগ্রাম ☰ বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
👤✒নিজস্ব প্রতিবেদক | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর | চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের বড় মিয়াজী পাড়ায় একই বসতবাড়িতে দুই দফা চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা। এমন ঘটনায় এলাকার জনসাধারণ আতংকে আছেন।
ভুক্তভোগী শোয়াইবুল ইসলাম গণমাধ্যমকে জানান, গত ১১ জানুয়ারি ২০২৬ রবিবার রাত আনুমানিক ৩টায় তিনি কর্মস্থলে থাকায় বাড়িতে কেউ না থাকার সুযোগে অজ্ঞাত চোর চক্রের সদস্যরা তার বসতবাড়িতে প্রবেশ করে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
পরবর্তীতে একই বাড়িতে গত ১৪ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার আনুমানিক ভোর ৪টায় দ্বিতীয় দফায় পুনরায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায় চোর চক্রের সদস্যরা।
পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় থাকাকালে চোরেরা জানালার লোহার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। পরে দু’টি স্টিলের আলমারির তালা ভেঙে আলমারিতে সংরক্ষিত থাকা নগদ ৪৫ হাজার টাকা, এক ভরি স্বর্ণালঙ্কার (চেইন ও কানের দুল) এবং বিভিন্ন মূল্যবান আসবাবপত্রসহ অন্যান্য সামগ্রী নিয়ে আঘাত করে পালিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।
উক্ত ঘটনায় ভুক্তভোগী শোয়াইবুল ইসলাম লোহাগাড়া থানায় একটি অজ্ঞাত চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে লোহাগাড়া থানার ডিউটি অফিসার লুতফুর রহমান গণমাধ্যমকে জানান, চুনতি পুলিশ ফাঁড়ি থেকে এস.আই জিয়াউল হক অভিযোগটি তদন্ত করছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবার আগে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐
তালাশটিভি২৪.কম | TalashTV24.com সত্যের সন্ধানে নির্ভীক
