১৩/১০/২০২৫ ইং
Home / X-Clusive / নিখোঁজ এখলাসুর রহমান’র সন্ধান চাই! 

নিখোঁজ এখলাসুর রহমান’র সন্ধান চাই! 

🕒 সিলেট ☰ সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

👤✒নিজস্ব প্রতিবেদক | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর | সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন কেশবপুর পশ্চিমপাড়া এলাকা হতে এখলাসু রহমান নামের ৩৫ বছর বয়সী এক মানসিক অসুস্থ ব্যক্তি নিখোঁজ হয়েছে। গত ২২-০৮-২০২৫ইং তারিখ শুক্রবার রাত আনুমানিক ১০ ঘটিকার সময় জগন্নাথপুর থানার কেশবপুর পশ্চিমপাড়াস্থ বোনের (শরিফা বেগম) বাসার সামনে থেকে নিখোঁজ হয় এখলাসুর রহমান। নিখোঁজ ব্যক্তি এখলাসুর রহমানের গায়ের রঙ শ্যামলা, লম্বায় আনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি, মুখ গোলাকার, চুল ছোট খাটো, শরীরের গঠন মাঝারি, তার গায়ে সাদা রঙের শার্ট ও লুঙ্গি পরা ছিল। নিখোঁজ হওয়া এখলাসুর রহমান সিলেট জেলার ওসমানী নগর থানাধীন চরইসবপুর গ্রামের স্থায়ী বাসিন্দা সোনাহর আলীর ছেলে।

এখলাসুর রহমান নিখোঁজের পরপরই সম্ভাব্য সকল স্থানে খোঁজ-খোজি করার পরেও কোথাও কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করে গত ২৫-০৮-২০২৫ই তারিখ সুনামগঞ্জ জেলার  জগন্নাথপুর থানায় উপস্থিত হয়ে তার বোন শরিফা বেগম নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। যার জিডি নং- ১০৩৪।

নিখোঁজ ব্যক্তির পরিবারের কাছে এখলাসুর রহমান নিখোঁজের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, এখলাসুর রহমান খুবই ভালো মানুষ ছিলেন। তার কোনো ধরনের শত্রু ছিল না; তবে তার স্ত্রী ও স্ত্রীর পরিবারের সাথে টাকা পয়সা নিয়ে ঝগড়া বিবাদ ছিল। আর এখলাসুর রহমানকে কেউ কোনো উদ্দেশ্য সফল করার জন্য অপহরণ করতে পারেন বলে মনে করেন নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যবৃন্দ।

নিখোঁজ ব্যক্তি এখলাসুর রহমানের স্ত্রী সোমা আক্তারকে নিখোঁজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি এবিষয়ে কিছুই জানেন না। এখলাসুর রহমান কোথায় আছেন বা কোথায় গিয়েছেন তিনি এবিষয়ে কিছুই জানেন না।

নিখোঁজের এক মাসের অধিক সময় অতিক্রম হলেও প্রশাসন এখলাসুর রহমানের কোনো ধরনের খোঁজ দিতে পারে নাই। জগন্নাথপুর থানার নিখোঁজ ব্যক্তির জিডির দায়িত্বরত অফিসার এসআই দিপংকর হালদারের সাথে উক্ত বিষয়ে কথা বললে তিনি এখলাসুর রহমানকে খোঁজে বের করার বিষয়ে যুক্তিযুক্ত কোনো জবাব দিতে পারে নাই। নিখোঁজের এক মাসের অধিক সময় পার হলেও পুলিশ প্রশাসনের এর কোনো ধরনের পদক্ষেপ নেয় নাই।

এদিকে এখলাসুর রহমানের আত্মীয় স্বজনের বাড়ীসহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজা-খোজি করার পরেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এখলাসুর রহমানের নিখোঁজে তার পরিবার কান্না-কাটিসহ খুবই দুশ্চিন্তায় আছেন। কোনো সহৃদয়বান মহান ব্যক্তি এই নিখোঁজ হওয়া ব্যক্তির খোঁজ পেলে নিচের নিম্নোক্ত ঠিকানায় বা ফোনে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

যোগাযোগের ঠিকানা:-

সম্পাদক (তালাশ) : 01970-862901

নিখোঁজ ব্যক্তির ভাই : 01717-683169

নিখোঁজ ব্যক্তির বোন : 01704-693386

থানার ডিউটি অফিসার : 01749-173093

🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবার আগে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

সাংবাদিক হত্যা গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত!

🕒 অপরাধ ☰ শনিবার ০৯ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ 👤✒নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *