
🕒 রাজনীতি ☰ বোধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
👤✒নিজস্ব প্রতিবেদক (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর | আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি বিভাগে একটি করে জেলায় পিআর পদ্ধতিতে ভোটের ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি’র চেয়ারম্যান কাজী ছাব্বীর। নির্বাচন নিয়ে বিতর্ক এড়াতে এবং বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি কতটা যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্যতা রয়েছে তা যাচাই বাচাইয়ের জন্য এই পদ্ধতিতে আংশিক ভোট গ্রহণের এ আহ্বান জানান তিনি।
অদ্য বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে (ভিআইপি লাউঞ্জ) আলোচনা সভা ও জুলাই কবিতা পাঠ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এনসিবি’র চেয়ারম্যান কাজী ছাব্বীর এ আহ্বান জানান।
এনসিবি’র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দায়িত্ব কার?’ শীর্ষক এই আলোচনার আয়োজন করা হয়।
এনসিবি’র প্রেসিডিয়াম সদস্য কবি সানজিদা রসুলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমদ ভুইয়া। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম.এ. হাশেম রাজু।
এতে আরো বক্তব্য রাখেন এনসিবি’র মহাসচিব ইকবাল হাসান স্বপন, প্রেসিডিয়াম সদস্য মো. ফারুক মিয়া, সেলিম পারভেজ, খুশরোজ মাহমুদ, ভাইস-চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল বাশার, ঢাকা মহানগর উত্তরের সভাপতি সৈয়দ তৌফিক কামাল, এনসিবি’র কূটনৈতিক সেলের সদস্য প্রফেসর বি.এম. মামুন প্রমুখ।
🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবার আগে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐