১০/০৮/২০২৫ ইং
Home / X-Clusive / সাংবাদিক হত্যা গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত!

সাংবাদিক হত্যা গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত!

🕒 অপরাধ ☰ শনিবার ০৯ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

👤✒নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর | সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত এবং গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর হুমকি; এমন মন্তব্য করেছেন ফটিকছড়িতে মানববন্ধনে আগত সাংবাদিক বৃন্দ। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশে আগত সাংবাদিকগণ এ মন্তব্য করেন।

শনিবার (৯ আগস্ট) বিকেলে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সদর বাসস্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, অপরাধীদের বিচার না হওয়ায় সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি নগ্ন আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। একজন সাংবাদিকের কলম থামিয়ে দেওয়ার চেষ্টা গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর হুমকি। তাই সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে এই হত্যার বিচার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।

ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোলাইমান আকাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি ফটিকছড়ি থানা শাখার সভাপতি আবু তাহের আল কাদেরী ও সাধারণ সম্পাদক মাছউদ আল কাদেরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ফটিকছড়ি শাখার সভাপতি হাবিবুল ইসলাম ভুইয়া, এডভোকেট এ.কে. করিম, রতন কুমার চৌধুরী, হিল্লোল দাশ, বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, পেশাজীবী নেতা আবু শোয়াইব, জ্যেষ্ঠ সাংবাদিক আবু মুছা জীবন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ইকবাল হোসেন মঞ্জু, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি শাহ জালাল চৌধুরী, ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না, আব্দুল্লাহ আল মামুন, তানবীর চৌধুরী, কামরুল হাসান, সাংবাদিক সালাহউদ্দিন জিকু, মো. জীপন উদ্দিন, রফিকুল ইসলাম, মো. সেলিম, কামরুল হাসান সবুজ, ওবাইদুল আকবর রুবেল, ইউসুফ আরফাত, নুরুল আবসার নূরী প্রমুখ।

উক্তো সমাবেশে উপস্থিত ছিলেন আখতারুজ্জামান নূর, সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন, নাজমুল তারেক, বেলাল রেজা, এরশাদ কাজল, জামায়াত নেতা কাজী নাজিম, এরশাদ উল্লাহ, নেজাম উদ্দিন, আখতারুজ্জামান রুবেল, ছাত্রদল নেতা মো. মানিক প্রমুখ।

🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবার আগে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৩১ মে

🕒 জাতীয় ☰ শুক্রবার ৩১ মে ২০২৫ খ্রিস্টাব্দ ✒️নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *