০৮/০৭/২০২৫ ইং
Home / X-Clusive / শেখ হাসিনাকে দেশে ফেরাতে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ

শেখ হাসিনাকে দেশে ফেরাতে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ

🕒 জাতীয় ☰ সোমবার ২৬ মে ২০২৫ খ্রিস্টাব্দ

✒️নিজস্ব প্রতিবেদক (ঢাকা) : নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর | ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেছেন, ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। সোমবার (২৬ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্যপাত্র শাহ আসিফ রহমান এবং পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগের মহাপরিচালক নূর এ আলম।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে। এ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ কী? এমন প্রশ্নের উত্তরে ভারপ্রাপ্ত সচিব বলেন, শেখ হাসিনাকে ফেরাতে আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করবো। তবে আদালতের নির্দেশনা দেশের মধ্যেই কার্যকর হয়; দেশের বাইরে তা কার্যকর হয় না। সেক্ষেত্রে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে।

দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে; সে চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, সে ক্ষেত্রে উভয় দেশের সম্মতি থাকতে হবে; তাহলে সেটা সম্ভব হবে।

ভারত থেকে প্রতিনিয়ত পুশ-ইন করা হচ্ছে। তাদেরকে ভারতের তালিকা অনুযায়ী পুশ-ইন করা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, যাদেরকে পুশ-ইন করা হচ্ছে, তারা ওই তালিকায় আছেন কিনা, যাচাই-বাছাই করে দেখতে হবে। তার আগে এ বিষয়ে নির্দিষ্ট কিছু বলা যাবে না। এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সমন্বয় করে কাজ করছে।

তিনি আরও বলেন, ভারত থেকে একটা নাম দিলেই তো চিহ্নিত করা সহজ নয়। কারণ অনেকের নামই তো মিলে যায়। আমাদের দেখতে হবে, তিনি আমাদের নাগরিক কিনা।

ভারতে বসে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে-এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে যারা প্রচারণা চালাচ্ছে, তা নিয়ে অবশ্যই আমরা ভারতের কাছে বলছি; তোমরা যেন এটা প্রশ্রয় না দাও। এটা সব সময়ই বলছি। তবে আমরা আলাদা করে তাদেরকে ওইভাবে বলি না, ইন জেনারেল বলি; যারা আমাদের সরকার বিরোধী, স্বার্থবিরোধী, তাদেরকে তোমরা প্রশ্রয় দিও না।

🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

আর কত দুর্নীতি করলে নির্বাচনী অফিসারের দুর্নীতি বন্ধ করবে দুদক!

🕒 জাতীয় ☰ মঙ্গলবার ২৭ মে ২০২৫ খ্রিস্টাব্দ ✒️নিজস্ব প্রতিবেদক (ঢাকা) : নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *