
🕒 অপরাধ ☰ মঙ্গলবার ১৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ
✒️নিজস্ব প্রতিবেদক (লোহাগাড়া) | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর | লোহাগাড়া উপজেলার শাহপীরপাড়া সংলগ্ন দরবেশহাট বাজারের পশ্চিম পার্শ্বে দীর্ঘদিন ধরে অত্র এলাকার চলাচলের পথে বহিরাগত প্রভাবশালী কসাইগণ যত্রতত্র গরু-ছাগলের মলমূত্র ও জবেহ করা রক্ত ফেলায় পরিবেশ মারাত্মকভাবে দূষণ হচ্ছে। এতে করে অত্র এলাকার পরিবেশ মারাত্মকভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থী ও জনসাধারণের চলাচলের পথে বাঁধার সম্মুখীন হচ্ছে। উক্ত শাহপীরপাড়াস্থ এলাকায় দু’শতের অধিক বাড়ি-ঘর রয়েছে এবং প্রায় দেড় হাজার মানুষের বসবাস।
উক্ত এলাকার পাশেই রয়েছে সুনাম ধন্য স্কুল শাহপীর পাইলট হাই স্কুল, মোস্তফা বেগম গার্লস হাই স্কুল, মোস্তফা বেগম প্রাথমিক বিদ্যালয়, ইব্রাহিম মেমোরিয়াল কিন্ডার গার্টেন, দরবেশহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোহাগাড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ, শাহপীর চাইল্ড কেয়ার ইত্যাদি। উক্ত গরু-ছাগলের মলমূত্র ও জবেহকৃত পশুর রক্তের পঁচা দুর্গন্ধের মধ্যে দিয়ে চলাচল করে এসব শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে অত্র এলাকার শিক্ষার্থীদের। এতে করে শিক্ষার্থীদের নানা ধরনের রোগসহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। অত্র গরু-ছাগলের মলমূত্র ও জবেহকৃত রক্তের পঁচা দূর্গন্ধ এতই মারাত্মক, দূর্গন্ধে অত্র এলাকায় বসবাস করার অযোগ্য হয়ে পড়েছে। যার ফলে এই এলাকার মানুষের ডায়রিয়া, বমি, কলেরা রোগসহ নানা রোগ সব সময় লেগেই থাকে। এমনকি নোংরা পরিবেশের ফলে ছেলে-মেয়ের বিবাহ পর্যন্ত ভেঙ্গে যায়।
জানা যায়, মূলত স্থানীয় বহিরাগত কসাইগণ প্রভাবশালী ব্যক্তি হওয়ায় কেউ তাদের এসব কাজে বাঁধা প্রদান করতে ভয় পায়। অত্র এলাকার মানুষ সহজ সরল লোক হওয়ায় তাদের সরলতার সুযোগ নিয়ে এহেন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে নির্দ্বিধায়। উক্ত বাজারের পশ্চিম পার্শ্বে কিছু দোকানের মালিকগণ বেশি ভাড়া পাওয়ার লোভে গরু-ছাগল রাখার ও জবেহ করার স্থান হিসাবে ব্যবহার করছেন। যার ফলে উক্ত বাজার এবং শাহপীরপাড়া এলাকায় চলাচলের রাস্তা হওয়ায় উক্ত ভাড়ার দোকান গুলোর বর্জ্য পদার্থ গুলো যত্রতত্র ফেলে রেখে মারাত্মকভাবে পরিবেশ দূষণ করছে।
আরো জানা যায়, গরু-ছাগলের ভুঁড়ি ও চামড়া উক্ত চলাচলের রাস্তার পাশে ফেলে রাখায় কুকুর ও কাক এসে সেই ময়লা আবর্জনা গুলো টেনে নিয়ে অত্র এলাকার চলাচলের রাস্তাসহ ঘর-বাড়ির উঠানে পর্যন্ত নিয়ে গিয়ে পরিবেশ দূষিত করছে। যার ফলে শাহপীরপাড়া এলাকাসহ অত্র রাস্তা দিয়ে চলাচল করা স্কুল পড়ুয়া শিক্ষার্থী ও জনসাধারণের মারাত্মক ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই উক্ত এলাকার স্কুল পড়ুয়া শিক্ষার্থী ও জনসাধারণের স্বার্থে বিষয়টি জরুরীভাবে বন্ধ করে দেওয়া একান্ত প্রয়োজন। নচেৎ অত্র এলাকার স্কুল পড়ুয়া শিক্ষার্থী, জনস্বাস্থ্য ও সাধারণ লোকের বসবাসের মারাত্মক ঝুঁকি হয়ে পড়বে। তাই এর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন মনে করেন অত্র এলাকার জনসাধারণ।
🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐