
চট্টগ্রাম ☰ শুক্রবার ২৮ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
শোয়াইবুল ইসলাম : নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর | “ছড়িয়ে থেকেও জড়িয়ে আছি”এই স্লোগানে উঁজ্জীবিত চট্টগ্রাম ০৮-১০ ব্যাচের আয়োজনে আনন্দঘন পরিবেশে বার্ষিক মিলাদ দো’য়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ছে। গত ২৬ মার্চ বুধবার চট্টগ্রাম নগরীর ‘দ্যা গ্রীন স্যাডো’ চাইনিজ রেস্টুরেন্টে ইসলামী ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘পবিত্র রমজানের তাৎপর্যপূর্ণ’ আলোচনা শেষে মিলাদ, দো’য়া ও ইফতার অনুষ্ঠিত হয়।
কাজী সামির সভাপতিত্বে এবং সার্বিক পরিচালনায় ছিলেন রেজাউল হাবিব সাব্বির, সাইফুল ইসলাম, আনছারুল করিম লিটন, মো. ফরহাদ মজুমদার, শাহাদাত হোসেন কালাম, দিদারুল আলাম, নাসির, মিটুন চৌধুরী, জিন্নাত আরা ঝিনুক, কারিসমা ইউসুফ ও সেলিনা রুনা।
উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মো. আল আমিন, মিলাদ পরিচালনায় ছিলেন মো. জয়নুল এবং সকল বন্ধুদের উন্নতি, সমৃদ্ধি ও সুস্থতা কামনা এবং প্রয়াত সকল বন্ধুদের অভিভাবকদের আত্মার মাগফিরাত কামনা করে দো’য়া ও মোনাজাত পরিচালনা করেন মো. আউয়াল।
চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গা থেকে আগত বন্ধুদের অংশগ্রহনে জাঁকজমকপূর্ণ পরিবেশে আনন্দের সাথে সকল বন্ধুরা ইফতার গ্রহণ করেন।
তাদের অনেকের অভিমত, ইফতারে সময় বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো সত্যি অমূল্য। এক সাথে খাওয়া, হাসি আর আর আড্ডায় যেন পুরো সময়টা সার্থক। বন্ধুদের সাথে ইফতার মানে এক সাথে দো’য়া করা, এক সাথে খাওয়া আর এক সাথে মজার মুহূর্ত ভাগ করে নেওয়া। আলহামদুলিল্লাহ ইফতার মাহফিলে বন্ধুদের সাথে আড্ডা যেন মানে রোযার ক্লান্তি ভুলিয়ে দেয়। ভালবাসার এই বন্ধন যেন সারাজীবন এমনই থাকে।
সুন্দর সাবলীল ভাবে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকল বন্ধুদের মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিল সাফল্য লাভ করে।
প্রসঙ্গত, চট্টগ্রাম এসএসসি এইচএসসি ০৮-১০ ব্যাচের বন্ধুরা নিজেদের মধ্যে মিলনমেলা, পিকনিক, ইফতার, কম্বল বিতরণ, এতিমদের সহায়তা বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐