২০/০৫/২০২৫ ইং
Home / X-Clusive / গাঁজা সেবনে বাঁধা দেওয়ায় পল্লী চিকিৎসককে কুপিয়ে খুন!

গাঁজা সেবনে বাঁধা দেওয়ায় পল্লী চিকিৎসককে কুপিয়ে খুন!

 চট্টগ্রাম ☰ মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ

✒️লোহাগাড়া প্রতিনিধি : নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর | চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় প্রকাশ্যে গাঁজা সেবনে বাধা দেওয়ায় নুরুল হক (৫৩) নামের এক পল্লী চিকিৎসককে কাচি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকাল আনুমানিক পৌনে ৬টায় ইফতারের আগে লোহাগাড়ার কলাউজান কানুরাম বাজার এলাকায় নিহতের চেম্বারে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত সজিব বড়ুয়া (৩৫) নামের এক মাদকাসক্ত যুবককে আটক করেছেন স্থানীয়রা। তিনি পূর্ব কলাউজান ৭নং ওয়ার্ড বড়ুয়া গ্রামের খোকা বড়ুয়ার ছেলে। আটককৃত যুবক পেশায় দিনমজুরের কাজ করেন। নিহত নুরুল হক উপজেলার কলাউজান বলিপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, সজিব বড়ুয়া নিহত পল্লী চিকিৎসক নুরুল হকের চেম্বারের পাশে একটি টেইলার্সে বসে আছরের পর প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন। গাঁজার গন্ধ পেয়ে সেবনে বাধা দেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে ওই পল্লী চিকিৎসককে মারতে তেড়ে গেলে দৌড়ে পালিয়ে যান পল্লী চিকিৎসক। দৌড়ে ধরে এনে মারধর শুরু করেন সজিব। একপর্যায়ে মুখে কাঁচি দিয়ে কোপাতে কোপাতে মৃত্যু নিশ্চিত হলে সজিব পালিয়ে যায়। আশ-পাশের লোক এগিয়ে এসে নিহতের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উক্ত ঘটনার পরপরই লোহাগাড়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িত সজিব বড়ুয়াকে গ্রেফতারের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

হযরত মাওলানা আজম উল্লাহ শাহ (রাহ.)’র ২২তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন

🕒 চট্টগ্রাম ☰ সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️মো. হারুনুর রশিদ চৌধুরী (লোহাগাড়া) : নিউজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *