🕒 চট্টগ্রাম ☰ সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
✒️মো. হারুনুর রশিদ চৌধুরী (লোহাগাড়া) : নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর | চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন পশ্চিম কলাউজান সনগেট্টে দীঘির দক্ষিণ পাড়স্থ হাসান আলী মিয়াজীপাড়ার ‘শাহ সুফি হযরত মাওলানা আজম উল্লাহ শাহ (রাহ.)’ এর ২২তম বার্ষিক ইছালে ছাওয়াব উপলক্ষে পবিত্র ওয়াজ ও দো'য়া মাহফিল প্রতিবারের ন্যায় হযরত মাওলানা আজম উল্লাহ্ শাহ্ (রাহ:) এর আওলাদের পক্ষে আছিয়া বেগম ও রাজিয়া বেগম কর্তৃক আয়োজিত হযরত মাওলানা আজম উল্লাহ শাহ্ (রাহ.) এর বাড়ীর প্রাঙ্গনে অদ্য ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ইংরেজি রোজ রবিবার বাদে যোহর হতে শুরু হয়ে আখেরি মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। উক্ত ওয়াজ ও দো'য়া মাহফিলে আখেরি মুনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ মো. জাকারিয়া সাহেব। মুনাজাত শেষে উপস্থিত সকলকে তবররুক প্রদান করা হয়।
অত্র পবিত্র ওয়াজ ও দো'য়া মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে কুরআন-হাদীসের আলোকে আউলিয়ায়ে কেরামের কেরামত এবং রাসুল (সাঃ)'র মেরাজ নিয়ে বক্তব্য রাখেন সাতকানিয়া বারদোনা রেফাইয়া আকবরিয়া মাদরাসার সহ-সুপার মাওলানা হাফেজ মো. জাকারিয়া সাহেব এবং বিশেষ ওয়ায়েজ হিসেবে কুরআন-হাদিসের আলোকে আত্মীয়-স্বজন, প্রতিবেশি ও পরষ্পর মুসলমানের হক এবং নারী-পুরুষের পর্দার বিধান নিয়ে বক্তব্য রাখেন লোহাগাড়া পুটিবিলা তাঁতিপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মো. দেলোয়ার হোসেন সাহেব, কুরআন-হাদিসের আলোকে দরূদ শরীফের গুরুত্ব ও ফযিলত নিয়ে বক্তব্য রাখেন লোহাগাড়া পশ্চিম কলাউজান হাসান আলী মিয়াজি পাড়া জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মো. আমিনুল্লাহ সাহেব এবং কুরআন হাদিসের আলোকে নামাযের গুরুত্ব ও ফযিলত নিয়ে আলোচনা রাখেন লোহাগাড়া পূর্ব আমিরাবাদ মরিচাপাড়া বায়তুশ শরফ জামে মসজিদের খতিব মাওলানা মো. আব্দুশ শুক্কুর নূরী সাহেব। আর অত্র মাহফিলে আমন্ত্রিত আলেমগণ পবিত্র কুরআন-হাদিসের আলোকে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।
উক্ত পবিত্র ওয়াজ ও দো'য়া মাহফিলে সভাপতিত্ব করেন লোহাগাড়া পূর্ব কলাউজন ডাঃ ইয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব মাষ্টার আনিস সাহেব। আর পবিত্র মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঞ্চ আলোকিত করেন লোহাগাড়া থানাধীন পশ্চিম কলাউজন হযরত খদিজাতুল কোবরা (রা.) মহিলা মাদরাসার শিক্ষক জনাব মিজানুর রহমান সাহেব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 'তালাশটিভি টোয়েন্টিফোর'র সম্পাদক ও প্রকাশক জনাব মুহাম্মদ শাহাদাত হোসাইন সাহেব, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মো. রোকন উদ্দিন সাহেব, চট্টগ্রাম জজ কোর্টের পেশকার জনাব মো. শাহাজাহান সাহেব, পশ্চিম কলাউজানের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফুর কোম্পানী সাহেব প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
অভিজ্ঞ আয়কর আইনজীবী
এডভোকেট মো. বদরুল করিম চৌধুরী
বি.কম (অনার্স), এম.কম, এল.এল.বি,
আই.টি.পি, ডি.এ.আই.বি.বি
মোবাইল: ০১৮১৫-৬৭১৩১৫
🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com