🕒 সংগঠন ☰ রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
✒️মো. ফারুক হোসাইন (চট্টগ্রাম)|নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর|জমকালোভাবে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম ‘০৮-১০’ ব্যাচের পিকনিক। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে একটি সফল পিকনিকের আয়োজন সম্পন্ন করেছেন চট্টগ্রামের বৃহত্তর ‘০৮-১০’ ব্যাচ।জাঁকজমকপূর্ণ আয়োজনে উৎসব মূখর পরিবেশে পঞ্চম বারের মতো পুনর্মিলনী মিলনমেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টায় সি.আর.বি থেকে ফুল আর টি শার্ট বিতরণের মধ্যে দিয়ে পিকনিকের যাত্রার উদ্বোধন করেন ।
পিকনিকের জন্য মনোগ্রাম সম্বলিত তৈরিকৃত টি শার্ট ও শাল উপস্থিত প্রাক্তন ছাত্রদের মাঝে বন্টন করা হয়। এরপর শুরু হয় বিভিন্ন চমকপ্রদ ইভেন্ট। আয়োজক কমিটির সমন্বয়ক কাজী সামি, সাব্বির, ফয়সাল, মহিম, দিদার, নিশান, বাঁধন, কালাম, রহিম, শাহীন, নাজমুল, জয়নুল, রাফি, নাশিদ পারভিন, ঝিনুক সহ এক ঝাঁক উদ্যোমি তরুণদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতায় পিকনিকটি সারাদিনব্যাপী আনন্দমুখর হয়ে উঠে।
এদিন সকাল আটটায় চট্টগ্রাম সি.আর.বি থেকে ২টি বাস গাড়ি বহর নিয়ে পিকনিকের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। রাঙামাটি পিকনিক স্পটে পৌঁছে ঝুলন্ত ব্রিজ থেকে লঞ্চ যাত্রা শুরু করে বারগি লেক, রাজবাড়ী, বেরাইন্না লেগ শেষ করে আসাবস্তি আইল্যান্ডে কেক কাটা সমপন্ন হয়।
জুমার নামাজ আদায় করার পর উপস্থিত সবাই একত্রে মধ্যাহ্নভোজ শেষ করেন। মধ্যাহ্নভোজ শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয় বিভিন্ন ধরনের আনন্দদায়ক প্রতিযোগিতামূলক খেলা। আয়োজনের মধ্যে ছিল বিভিন্ন খেলাধুলা, নাচ, গান, পুরষ্কার বিতরনী।
পিকনিকে সবচেয়ে আকর্ষনীয় ছিলো রাইফেল ড্র। রাইফেল ড্র পর্বটি পরিচালনা করেন কমিটির প্রধান এডমিন কাজী সামি। সর্বশেষ বিভিন্ন প্রতিযোগীতা ও রাইফেল ড্র এর পুরস্কার তুলে দিয়ে পিকনিক শেষ হয়।
অভিজ্ঞ আয়কর আইনজীবী
এডভোকেট মো. বদরুল করিম চৌধুরী
বি.কম (অনার্স), এম.কম, এল.এল.বি,
আই.টি.পি, ডি.এ.আই.বি.বি
মোবাইল: ০১৮১৫-৬৭১৩১৫
আনন্দমুখর একটি পিকনিক আয়োজন সম্পর্কে জানতে চাইলে এডমিন ও পিকনিক কমিটির সমন্বয়ক কাজী সামি বলেন, সারাদিনের আনন্দমুখর একটি সময় পার করেছি। সবাই খুব আনন্দ করেছে এবং বেশ উপভোগ করেছে। তবে এই নির্মল আনন্দ কেটে যাওয়া সময় গুলো যেন বিদায় বেলায় এসে সবাই একটু যেন ভারাক্রান্ত করেছে।
কুমিল্লা থেকে আগত ভ্রমণ প্রিয় অতিথি রাশেদুল ইসলাম বলেন, ‘০৮-১০’ ব্যাচের উদ্যোগে রাঙামাটির দিপালীতে এমন সুন্দর নির্মল আনন্দ ভরা সারাটা দিন আয়োজন করে আমাদের উপহার দেয়ার জন্য পিকনিক কমিটির সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা প্রকাশ করছি। আমরা সবাই যেন এই দিনটিতে এক পরিবার হয়ে উঠেছিলাম। সত্যি আমরা উপস্থিত প্রাক্তন ছাত্র ও তাদের পরিবার সহ খুব সুন্দর একটা আনন্দ মুখরিত দিন উদযাপন করলাম।
এই মিলনমেলাকে উৎসব মূখর ও প্রাণবন্ত করায় চট্টগ্রাম ‘০৮-১০’ ব্যাচের এডমিন প্যানেল সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐