২২/০১/২০২৫ ইং
Home / X-Clusive / আন্দোলনে রাতে বাতি নিভানোর কারিগর চসিকের প্রকৌশলী ঝুলন বরখাস্ত

আন্দোলনে রাতে বাতি নিভানোর কারিগর চসিকের প্রকৌশলী ঝুলন বরখাস্ত

🕒 জাতীয় ☰ বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

✒️নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর | ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাতের বেলায় চট্টগ্রাম নগরীর সড়কবাতি নিভিয়ে রাখার ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের আলোচিত প্রকৌশলী ঝুলন কুমার দাসকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। অপসারণের বিষয়টি মঙ্গলবার (১৭ ডিসেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা কাম প্রটোকল কর্মকর্তা আজিজ আহমেদ নিশ্চিত করেছেন। গত ১৫ ডিসেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদত হোসেন স্বাক্ষরিত এক আদেশে ঝুলন কুমার দাসকে অপসারণ করা হয়।

অফিস আদেশে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের বিদ্যুৎ উপ-বিভাগের নির্বাহী প্রকৌশলী (সাময়িক বরখাস্ত) ঝুলন কুমার দাসকে সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা- ২০১৯ এর ৬৪(২) ধারার প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন নগদে প্রাপ্য হবেন। এ আদেশ ১৫ ডিসেম্বর থেকেই কার্যকর হবে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বদলির মাত্র আড়াই মাসের মাথায় তাকে নিয়োগকারী সংস্থা চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) ফিরিয়ে আনা হয়েছে।

চসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাস গত আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বেও ছিলেন। গত ১৪ আগস্ট তার বিরুদ্ধে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

অভিজ্ঞ আয়কর আইনজীবী
এডভোকেট মো. বদরুল করিম চৌধুরী
বি.কম (অনার্স), এম.কম, এল.এল.বি,
আই.টি.পি, ডি.এ.আই.বি.বি
মোবাইল: ০১৮১৫-৬৭১৩১৫

তারা জানান, গত ৩ থেকে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঝুলন কুমার দাসের নির্দেশে সড়কবাতি বন্ধ রাখা হয়। এতে রাতের অন্ধকারে তাদের ওপর নির্মম নির্যাতন চালানোর পাশাপাশি গুলিবর্ষণও হয়। মৃত্যুর ঘটনাও ঘটে। এজন্য তাকে বরখাস্তের দাবি জানান তারা।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ওই দিনই ঝুলনকে সাময়িক বরখাস্তের পাশাপাশি তিন সদস্যের তদন্ত কমিটি করে চসিক। তবে তদন্ত প্রতিবেদন পাওয়ার আগেই গত ২৬ সেপ্টেম্বর তাকে রংপুর সিটি করপোরেশনে বদলি করে স্থানীয় সরকার বিভাগ। সবশেষ গত ৮ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ অপর এক আদেশে তাকে ফের চসিকে বদলি করেছে। ওই চিঠিতে বলা হয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ঝুলনের বিরুদ্ধে বিধি অনুযায়ী পদক্ষেপ নেবে চসিক।

🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *