২২/০১/২০২৫ ইং
Home / X-Clusive / চবিতে শুরু হচ্ছে ডোপ টেস্ট, পজিটিভ হলে সিট বাতিল

চবিতে শুরু হচ্ছে ডোপ টেস্ট, পজিটিভ হলে সিট বাতিল

🕒 অপরাধ ☰ বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

✒️নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলের শিক্ষার্থীদের শতভাগ ডোপ টেস্টের আওতায় নিতে উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) থেকে এই কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীরা মাত্র ৩৫০ টাকায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিজেদের ডোপ টেস্ট করাতে পারবেন। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় চবি উপ-উপাচার্যের (প্রশাসন) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন, ডোপ টেস্ট কমিটির সমন্বয়ক ও জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আতিয়ার রহমান, শাহ আমানত হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া এবং বিশ্ববিদ্যালয় মেডিকেলের ভারপ্রাপ্ত প্রধান ডা. মোহাম্মদ আবু তৈয়ব।

ডোপ টেস্টের বিষয়ে চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ক্যাম্পাস ও এর আশ পাশের এলাকাগুলো একটা সময় মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমরা বেশকিছু উদ্যোগ নিয়েছি। এ ছাড়া শিক্ষার্থীদের ডোপ টেস্ট করতে গেলে যে ব্যয় বহুল খরচ, সেটা কমিয়ে আনার জন্য আমরা নিজস্ব ল্যাবে টেস্ট করার পরিকল্পনা করেছি। শুধু শিক্ষার্থীরাই না, আমাদের নিরাপত্তা কর্মীসহ অনেকেই মাদকাসক্ত। আমরা পর্যায়ক্রমে সবগুলোতেই হাত দেবো।

চবি উপ-উপাচার্য আরও বলেন, সর্বপ্রথম হলের শিক্ষার্থীদের ডোপ টেস্টের আওতায় আনবো। আগামী বৃহস্পতিবার আমরা অফিসিয়ালি ডোপ টেস্টের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমরা এখানে কোনো লাভ করছি না; বরং বিশ্ববিদ্যালয়ের রিসোর্সগুলো ব্যবহারের মধ্য দিয়ে আমরা খরচ কমানোর চেষ্টা করেছি। বাকি টাকা আমরা শিক্ষার্থীদের স্বার্থে বিশ্ববিদ্যালয় থেকে ভর্তুকি দেবো। এ ছাড়া শিক্ষার্থীদের সমস্যাগুলো সর্বোচ্চ বিবেচনা করা হবে। তবে হলে থাকা শিক্ষার্থীদের শতভাগ ডোপ টেস্টের আওতায় আনা হবে।

অভিজ্ঞ আয়কর আইনজীবী
এডভোকেট মো. বদরুল করিম চৌধুরী
বি.কম (অনার্স), এম.কম, এল.এল.বি,
আই.টি.পি, ডি.এ.আই.বি.বি
মোবাইল: ০১৮১৫-৬৭১৩১৫

এ বিষয়ে ডোপ টেস্ট কমিটির সমন্বয়ক ও জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আতিয়ার রহমান বলেন, আগামী ১২ তারিখ আমরা এএফ. রহমান হলের শিক্ষার্থীদের ডোপ টেস্টের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করবো। আমরা এই কাজটি করবো সচেতনতা সৃষ্টির উদ্দেশে, কাউকে ছোট করার উদ্দেশে না। আমরা মাদক থেকে শিক্ষার্থীদের উত্তোরণের জন্য এ উদ্যোগ নিয়েছি। আমাদের টেস্ট প্রক্রিয়ার মধ্যে যাতে কোনো সন্দেহ না থাকে, সেভাবেই টেস্টের মান নিশ্চিত করা হবে। আমেরিকান কিটস দিয়ে ডোপ টেস্ট করা হবে। এ সংক্রান্ত সব তথ্য সরবরাহ করা হবে। যাতে সবাই এর সঙ্গে যুক্ত হতে পারে। এমনকি কোনো ত্রুটি দেখলেও আমাদেরকে জানানোর অনুরোধ করছি।

চবি’র হল অনুযায়ী ডোপ টেস্টের তারিখ হলো এএফ. রহমান হল ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর, আলাওল হল ১৫, ১৬ ও ১৭ ডিসেম্বর, শহীদ আব্দুর রব হল ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর, মাস্টার দা সূর্যসেন হল ২১, ২২ ও ২৩ ডিসেম্বর, শাহ আমানত হল ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ডিসেম্বর, সোহরাওয়ার্দী হল ৩০, ৩১ ডিসেম্বর ও ১, ২ জানুয়ারি, শাহজালাল হল ৩, ৪, ৫, ৬ জানুয়ারি, শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল ৭ জানুয়ারি।

🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *