🕒 অপরাধ ☰ মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
✒️নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর | চট্টগ্রামের সাতকানিয়া কেরানিহাটের ব্যবসায়ীদের আতঙ্ক কথিত ‘জ্বিনের বাদশা’ পরিচয়দানকারী মো. রিয়াজ উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১২টায় সাতকানিয়ার ভোয়ালিয়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মো. রিয়াজ উদ্দিন (৪০) সাতকানিয়া পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের ভোয়ালিয়া পাড়ার মো. হোসেনের ছেলে।
পুলিশ জানায়, কেরানিহাট ব্যবসায়ীদের মুঠোফোনে হুমকি দিয়ে চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে প্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনায় রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। হুমকি প্রদানের সিমের সিডিআর ও রেজিস্ট্রেশন পর্যালোচনা করে তাকে সনাক্ত করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে মূলহোতার এমরানের নাম প্রকাশ করে সে।
এছাড়া ৬ মাস আগে মূল আসামি এমরান টেকনাফ থানা এলাকায় একইভাবে ব্যবসায়ীদের হুমকি দেয় এবং ব্যবসায়ী কামালের দোকানে অগ্নি সংযোগসহ বিকাশের মাধ্যমে চাঁদা আদায় করে। এমরানের বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
অভিজ্ঞ আয়কর আইনজীবী
এডভোকেট মো. বদরুল করিম চৌধুরী
বি.কম (অনার্স), এম.কম, এল.এল.বি,
আই.টি.পি, ডি.এ.আই.বি.বি
মোবাইল: ০১৮১৫-৬৭১৩১৫
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, গ্রেপ্তার হওয়া রিয়াজ উদ্দিনকে আদালতে প্রেরণ করা হয়েছে। চাঁদাবাজি এবং দোকানে আগুন কাণ্ডের মূলহোতা এমরান হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com