০৭/০১/২০২৫ ইং
Home / শিক্ষা / অন্যান্য / জামায়াত রাষ্ট্র পরিচালনার দ্বায়িত্ব পেলে কেউ মানুষের ওপর জুলুম করতে পারবেনা: জামায়াতের আমীর

জামায়াত রাষ্ট্র পরিচালনার দ্বায়িত্ব পেলে কেউ মানুষের ওপর জুলুম করতে পারবেনা: জামায়াতের আমীর

🕒 জাতীয় ☰ সোমবার ০২ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

✒️নিজস্ব প্রতিবেদক (ঝালকাঠি) | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর | ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে লেখাপড়া করে যুবকরা বেকারত্বের অভিশাপে আত্মহত্যা করবে না। যেখানে শিক্ষা অর্জন করে সঙ্গে সঙ্গে কাজ পাবে। যেখানে অফিস আদালত কোর্ট-কাচারী কোথাও গিয়ে আপনি লাঞ্চিত হবে না। কোন মানুষ হয়রানীর শিকার হবে না। কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে। শ্রমিক তার গামের ন্যায্য মূল্য পাবে। বিচারক তার আসনে বসে মানুষের ওপর জুলুম করবে না। সোমবার (০২ ডিসেম্বর) সকালে ঝালকাঠির শহরের ব্র্যাক মোড় এলাকায় একটি কমিউনিটি সেন্টারে জেলার ইউনিয়ন নেতাদের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, এমন একটা বাংলাদেশ চাই যেখানে ধর্মীয় উপাসনালয়গুলোতে পাহারা দেওয়া লাগবে না। যার যার ধর্ম সে পালন করবে যেখানে কেউ কোনো হস্তক্ষেপ করবে না। জাতপাত ও ধর্মের ভেদাভেদ থাকবে না। যে দেশের শাসকরা অন্যায় ও জুলুমে দেশটাকে পূর্ণ করে দেয় এবং জনগণ চুপ করে সহ্য করে, সেই সমাজে আল্লাহর পক্ষ থেকে শাস্তি নেমে আসে। তবে যদি জনগণ শাসকের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং আল্লাহর সাহায্য কামনা করে, তখন আল্লাহর সাহায্য তাদের কাছে পৌঁছে আসে। সাড়ে ১৫ বছর ধরে এই দেশে জনগণ শান্তিতে ঘুমাতে পারেনি। তারা মর্যাদার সাথে বাঁচার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা অতীতে ধৈর্য ধরেছি, এখনও ধরছি, আগামীতেও ধরব। আমরা যে ত্যাগ স্বীকার করে এসেছি আগামীতেও করে যাব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই; অফিস আদালতে কোথাও গিয়ে লাঞ্ছিত হতে হবে না। যেখানে জনগণ তাদের অধিকার সম্মানের সঙ্গে পাবে। আর পেশাগত দায়িত্ব পালনেও অনেকে সুযোগ পায়নি। দেশটি খুন, ক্রস-ফায়ার এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে ভরে গেছে। বহু মায়ের বুক খালি করা হয়েছে। বাবার সামনে থেকে তার সন্তানকে ধরে নিয়ে ক্রস-ফায়ারের নামে হত্যা করা হয়েছে। বিচারের নামে বিচারক হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে। বিশেষ করে, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের ১১ জন শীর্ষ নেতার বিরুদ্ধে ঘটানো জুলুমের কথা উল্লেখ করেন। তিনি বলেন, দুইজন সাবেক আমীরসহ ১১ জন নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে কেউ ফাঁসির দণ্ড পেয়েছেন, কেউ আবার কারাগারে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে।

অভিজ্ঞ আয়কর আইনজীবী
এডভোকেট মো. বদরুল করিম চৌধুরী
বি.কম (অনার্স), এম.কম, এল.এল.বি,
আই.টি.পি, ডি.এ.আই.বি.বি
মোবাইল: ০১৮১৫-৬৭১৩১৫

জামায়াত আমির বলেন, আপনাদের এই অঞ্চলের গর্ব, বাংলাদেশের গর্ব, সারা মুসলিম উম্মাহর গর্ব, যাকে কোরআনের পাখি বলা হত, তাকেও জেলের ভেতরে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি ছিলেন সেই ব্যক্তি, যিনি দ্বীনের দাওয়াত নিয়ে পৃথিবী জুড়ে কল্যাণের বার্তা পৌঁছানোর জন্য কাজ করেছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি রাস্ট্র পরিচালনার দ্বায়িত্ব পায় তাহলে তারা এসব কাজ বাস্তবায়ন করবে। আমরা কথা দিচ্ছি এ দায়িত্ব যদি আমরা পাই তাহলে এর প্রতিদান দেব। যারা আন্দোলনে শহীদ হয়েছেন তারা আমাদের জাতীয় বীর। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ ও স্যালুট জানাই।

জেলা জামায়াত আমীর এডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা দেলোয়ার হোসাইন সাইদীর ছেলে মাসুদ সাঈদী। সম্মেলন শেষে জামায়াতের আমীর ঝালকাঠি নেছারাবাদ এনএস কামিল মাদরাসার মাঠে এক সুধি সমাবেশে অংশ নেন।

🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

দেশ-বিদেশে হাসিনা ও তার পরিবারের লেনদেনের সকল নথি তলব

🕒 জাতীয় ☰ মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ✒️নিজস্ব প্রতিবেদক | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *