🕒 আইন-আদালত ☰ বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
✒️মো. জহিরুল ইসলাম সিকদার (সাতকানিয়া) | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর | বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতকানিয়া আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতির পক্ষ থেকে সাতকানিয়া আদালতকে দু'দিন কর্ম বিরতি দিয়ে উগ্রবাদী জংগী সনাতনী ধর্মের সংগঠন ইসকন সন্ত্রাসী কর্তৃক নির্মম হত্যায় নিহত এডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের ফাঁসি এবং সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধের প্রতিবাদে আইনজীবী ও ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া আইনজীবী সমিতির এডহক কমিটির আহবায়ক এডভোকেট মো. সোলাইমান অনুষ্ঠানের সভাপতিত্বের দায়িত্ব পালন করেন এবং অনুষ্ঠান সঞ্চালনায় দায়িত্বে ছিলেন সাতকানিয়া সিনিয়র সহকারী জজ আদালতের আইনজীবী এডভোকেট মোহাম্মদ রাশেদুল ইসলাম (রাশেদ)।
অভিজ্ঞ আয়কর আইনজীবী
এডভোকেট মো. বদরুল করিম চৌধুরী
বি.কম (অনার্স), এম.কম, এল.এল.বি,
আই.টি.পি, ডি.এ.আই.বি.বি
মোবাইল: ০১৮১৫-৬৭১৩১৫
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমিতির সদস্য সচিব এডভোকেট হাফিজুল ইসলাম মানিক, যুগ্ম আহবায়ক এডভোকেট মাহমুদুল হক চৌধুরী, সাবেক সভাপতি এডভোকেট আবদুর রকিব চৌধুরী, সাবেক সহ সভাপতি এডভোকেট সুজন পালিত, সাবেক এজিএস এডভোকেট এ.এম. ফয়সাল, এডহক কমিটির সদস্য মো. শিহাব উদ্দিন, এডভোকেট শাহাদাত হোসেন হিরু, এডভোকেট হোসেন মো: এরশাদ, সাতকানিয়া আইনজীবী সহকারি সমিতির সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ। অত্র সমাবেশে সর্বস্তরের আইনজীবী, আইনজীবী সহকারী ও স্থানীয় বিপুল সংখ্যক ছাত্র জনতা উপস্থিত ছিলেন।
উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত বক্তাগণ শহীদ এডভোকেট আলিফের খুনি ইসকন জঙ্গি সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এবং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান। সভা শেষে বিক্ষোভ মিছিল সাতকানিয়া শহর প্রদক্ষিণ করে।
🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com