২২/০১/২০২৫ ইং
Home / X-Clusive / নরমাল ডেলিভারিতে একসঙ্গে ৩ নবজাতকের জন্ম

নরমাল ডেলিভারিতে একসঙ্গে ৩ নবজাতকের জন্ম

🕒 চট্টগ্রাম ☰ বৃহস্পতিবার ৭ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

✒️বিশেষ প্রতিনিধি (লোহাগাড়া) | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর | লোহাগাড়ায় নরমাল ডেলিভারিতে লাকি আক্তার (২৪) নামের এক নারী একসঙ্গে ৩ ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। গত মঙ্গলবার রাতে লোহাগাড়া উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে ৩ নবজাতকের জন্ম হয়। লাকি আক্তার পার্বত্য লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের নাজিম উদ্দিনের স্ত্রী। ওই দম্পতি প্রথমবারের মতো সন্তান জন্ম দিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, একইদিন প্রসব বেদনা নিয়ে দিনমজুর স্বামী ও তার স্বজনরা প্রসূতি লাকি আক্তারকে হাসপাতালে ভর্তি করেন। রাতে হাসপাতালের গাইনী চিকিৎসক ডা. তাহমিনা সোলতানা ডেজির তত্ত্বাবধানে নরমাল ডেলিভারির মাধ্যমে পর পর তিনটি ছেলে সন্তান জন্ম দেন তিনি।

অভিজ্ঞ আয়কর আইনজীবী
এডভোকেট মো. বদরুল করিম চৌধুরী
বি.কম (অনার্স), এম.কম, এল.এল.বি,
আই.টি.পি, ডি.এ.আই.বি.বি
যোগাযোগ:- ০১৮১৫-৬৭১৩১৫

প্রসূতির স্বামী নাজিম উদ্দিন জানান, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠলে হাসপাতালে নিয়ে আসি। একসঙ্গে নরমালে তিনটি বাচ্চা জন্ম দেওয়া সত্যিই সৌভাগ্য। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন; তারা যেন সুস্থ থাকে।

চিকিৎসক তাহমিনা সোলতানা ডেজি জানান, নরমাল ডেলিভারি হলেও মা এবং তিন শিশু সম্পূর্ণ সুস্থ রয়েছে। পর্যবেক্ষণ শেষে নবজাতকদের নিয়ে তারা নিজ বাড়িতে চলে গেছেন। তবে একসাথে তিন সন্তান হওয়ায় বাচ্চারা মায়ের বুকের দুধ কম পাচ্ছে।

🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *