২১/১২/২০২৪ ইং
Home / X-Clusive / চট্টগ্রামে দুর্বৃত্তের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত

চট্টগ্রামে দুর্বৃত্তের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত

🕒 চট্টগ্রাম ☰ বুধবার ৬ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

✒️নিজস্ব প্রতিবেদক | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর | চট্টগ্রামে হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত। চট্টগ্রামে দুর্বৃত্তের হামলায় আহত এক পুলিশ সদস্যকে হাসপাতালে নেওয়া হয়েছে। চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন হাজারী গলি এলাকায় দুর্বৃত্তের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় আইনশৃঙ্খলা বাহিনী সেখানে একটি উদ্ধার অভিযান পরিচালনা করতে গেলে এ হামলার ঘটনা ঘটে।

উদ্ধার অভিযানের একপর্যায়ে দুর্বৃত্তরা বিভিন্ন ভবনের ছাদ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে অ্যাসিড ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে ছয়জন পুলিশ সদস্য এবং ছয়জন সেনা সদস্য আহত হন।

অভিজ্ঞ আয়কর আইনজীবী
এডভোকেট মো. বদরুল করিম চৌধুরী
বি.কম (অনার্স), এম.কম, এল.এল.বি,
আই.টি.পি, ডি.এ.আই.বি.বি
যোগাযোগ:- ০১৮১৫-৬৭১৩১৫

যৌথ বাহিনীর টাস্কফোর্স-৪ চট্টগ্রাম থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। এ বিষয়ে বুধবার (৭ নভেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

চবিতে শুরু হচ্ছে ডোপ টেস্ট, পজিটিভ হলে সিট বাতিল

🕒 অপরাধ ☰ বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ✒️নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *