🕒 চট্টগ্রাম ☰ সোমবার ৪ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
✒️নিজস্ব প্রতিবেদক | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর | চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা পুলিশের অভিযানে এক নলা বন্দুকসহ রায়হান ফেরদৌস প্রকাশ মোর্শেদ (২৪) নামক এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে এক রাউন্ড গুলি ও এক রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।
সোমবার (৪ নভেম্বর) রাত একটার দিকে বাকলিয়া থানাধীন শাহ আমানত সংযোগ সেতু সড়কস্থ পুলিশ বক্সের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন।
গ্রেপ্তার হওয়া রায়হান সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জারখীল সাইরতলী দ্বীপেরকূল মৃত আব্দুল গণির ছেলে।
পুলিশ সূত্র জানায়, বাকলিয়া থানার এসআই মো. আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ নতুন ব্রিজস্থ গোলচত্বর এলাকায় ডিউটিকালে রাত ১২টার দিকে বাকলিয়া থানাধীন শাহ আমানত সংযোগ সেতুর সড়কে পুলিশের উপস্থিতি টের পেয়ে হঠাৎ একজন পথচারী দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
অভিজ্ঞ আয়কর আইনজীবী
এডভোকেট মো. বদরুল করিম চৌধুরী
বি.কম (অনার্স), এম.কম, এল.এল.বি,
আই.টি.পি, ডি.এ.আই.বি.বি
যোগাযোগ:- ০১৮১৫-৬৭১৩১৫
এরপর জিজ্ঞাসাবাদে রায়হান ফেরদৌস প্রকাশ মোর্শেদের দেহ তল্লাশি করলে প্যান্টের সামনের ডান পকেটে ১টি কার্তুজ পাওয়া যায়। আসামির মোবাইল ফোন যাচাই করে আইফোন মোবাইলে থাকা একটি ছবিতে ১ রাউন্ড গুলি এবং অপর একটি ছবিতে গ্রেপ্তার যুবকের ডান হাতের ১টি এক নলা বন্দুক দেখা যায়।
তাকে ছবিতে থাকা আগ্নেয়াস্ত্র বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে ছবিতে থাকা আগ্নেয়াস্ত্রটি তার নিজের বলে জানায়। এমন কি অস্ত্রটি বর্তমানে তার বসত বাড়িতে রয়েছে বলেও জানায় রায়হান।
পরে পুলিশের ঊর্ধ্বতন অফিসারের নির্দেশে রাত ৪ টার দিকে অভিযান পরিচালনা করে সাতকানিয়া থানাধীন সাইরতলী গ্রামের বাড়ি থেকে এক নলা বন্দুক ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়।
এ প্রসঙ্গে সিএমপি বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, আসামির বিরুদ্ধে মামলা হয়েছে।
🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐