🕒 জাতীয় ☰ বুধবার ০৯ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ
✒️নিজস্ব প্রতিবেদক | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর | চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় বেশি দামে ডিম বিক্রি করায় তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) ডিটি রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর এলাকার চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক নাসরিন আক্তার, রানা দেব নাথ ও মো. আনিছুর রহমান।
উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ বলেন, ডিটি রোড এলাকার বাজারে ডিম, মুরগি, বিভিন্ন ধরনের সবজি, ওষুধ, পেঁয়াজ, রসুন আদাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রয়, ক্রয় ও বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় জান্নাত পোলট্রিকে ১ লাখ টাকা, পণ্যের মোড়কবিধি লঙ্ঘন বেশি দামে ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় মিনহাজ মেডিসিন ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মূল্য তালিকা প্রদর্শন না করায় মডার্ন পোল্ট্রি এন্ড ফিড সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com