২২/০১/২০২৫ ইং
Home / X-Clusive / আইন হাতে তুলে নেবেন না, বিশৃঙ্খলা করলে শাস্তি: প্রধান উপদেষ্টা

আইন হাতে তুলে নেবেন না, বিশৃঙ্খলা করলে শাস্তি: প্রধান উপদেষ্টা

🕒 জাতীয় ☰ বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

✒️নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর | কেউ আইন নিজের হাতে তুলে নিলে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এক মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসবো।

সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে তিনি বলেন, আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনোভাবেই করবেন না।

ড. ইউনূস বলেন, আপনাদের-আমাদের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আর যেন আমাদের কোনো স্বৈরাচারের হাতে পড়তে না হয়, আমরা যেন বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি, আমরা যেন সবাই দাবি করতে পারি যে, এই দেশটি আমাদের-আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।

🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *