🕒 জাতীয় ☰ সোমবার ১৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ
✒বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম) : নিউজ ডেস্ক তালাশটিভি টোয়েন্টিফোর | জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে মিলাদ ও দো’য়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মার্চ) বাদ যোহর নগরীর লালদীঘি শাহী জামে মসজিদে দো’য়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, চট্টগ্রাম জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, মহানগর সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, সহ সভাপতি ফোরকান উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, সম্পাদক মন্ডলীর সদস্য এডভোকেট ইফতেখার রাসেল, আবদুল মালেক খান, নাজিম উদ্দিন, মঈনুল আলম খান, নুরুল হুদা চৌধুরী, শফিকুর রহমান, ডা. ফজলুল হক সিদ্দিকী, মোজাম্মেল মানিক, রায়হান উদ্দিন, ইলিয়াস হায়দার, ইসমে আজিম আসিফ, মফিজুর রহমান, মুনতাসীর হিসাম, ডা. মনিরুল ইসলাম, আইমান উদ্দিন, এস.এম মাহী, রাশেদুল আলম, আবদুল্লাহ আল কাদের জুয়েল প্রমুখ।
উক্ত দো’য়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় বেদারুল আলম চৌধুরী বেদার বলেন, বিশ্ববাসীর কাছে এক সুতোয় গাঁথা দু’টি শব্দ- বঙ্গবন্ধু ও বাংলাদেশ। বঙ্গবন্ধুর কালজয়ী নেতৃত্বে বাঙ্গালির জাতীয় মুক্তির নিরবচ্ছিন্ন আন্দোলন সংগ্রামের ফসল মহান মুক্তিযুদ্ধে অর্জিত বাঙ্গালির স্বাধীন জাতি রাষ্ট্র, বাংলাদেশ। বঙ্গবন্ধু বাঙ্গালির মানসপটে চির ভাস্বর ও অম্লান হয়ে থাকবে।
🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবার আগে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐