২১/১২/২০২৪ ইং
Home / X-Clusive / হযরত মাওলানা আজম উল্লাহ শাহ (রহঃ)’র ২১তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল আগামী ৭ই মার্চ

হযরত মাওলানা আজম উল্লাহ শাহ (রহঃ)’র ২১তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল আগামী ৭ই মার্চ

🕒 ইসলাম ☰ শনিবার ২ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ

✒️মোঃ হারুনুর রশিদ চৌধুরী : নিউজ ডেস্ক তালাশটিভি টোয়েন্টিফোর | চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন পশ্চিম কলাউজান হাসান আলী মিয়াজীপাড়াস্থ হযরত মাওলানা আজম উল্লাহ শাহ্ (রহঃ) এর বাড়ীর সম্মুখে ‘শাহ সুফি হযরত মাওলানা আজম উল্লাহ শাহ (রহঃ)’ এর ২১তম বার্ষিক ইছালে ছাওয়াব উপলক্ষে পবিত্র ওয়াজ ও দোয়া মাহফিল প্রতিবারের ন্যায় আগামী ৭ই মার্চ ২০২৪ ইংরেজি রোজ বৃহস্পতিবার বাদে যোহর হতে অনু্ষ্ঠিত হইবে- ইনশাল্লাহ।

উক্ত পবিত্র ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত থাকবেন সাতকানিয়া বারদোনা রেফাইয়া আকবরিয়া মাদরাসার সহ-সুপার মাওলানা হাফেজ মুহাম্মদ জাকারিয়া সাহেব এবং বিশেষ ওয়ায়েজ হিসেবে উপস্থিত থাকবেন লোহাগাড়া পুটিবিলা তাঁতিপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ দেলোয়ার হোসেন সাহেব, লোহাগাড়া পশ্চিম কলাউজান হাসান আলী মিয়াজি পাড়া জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মোঃ আমিনুল্লাহ সাহেব, লোহাগাড়া পূর্ব আমিরাবাদ মরিচাপাড়া বায়তুশ শরফ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুশ শুক্কুর নূরী সাহেব প্রমুখ। আমন্ত্রিত আলেমগণ পবিত্র কুরআন-হাদিসের আলোকে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঞ্চ আলোকিত করবেন লোহাগাড়া পশ্চিম কলাউজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ. ওয়াহেদ সাহেব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লোহাগাড়া পশ্চিম কলাউজান ইউনিয়ন পরিষদ ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ খোরশেদুল আলম ভূট্টো সাহেব, তালাশটিভি টোয়েন্টিফোরের সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ শাহাদাত হোসাইন, এডভোকেট রোকন উদ্দিন (বাংলাদেশ সুপ্রিম কোর্ট), মোঃ শাহাজাহান সাহেব (পেশকার- চট্টগ্রাম জজ কোর্ট), পশ্চিম কলাউজানের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফুর কোম্পানীসহ আরও অনেকে।

অত্র পবিত্র ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন লোহাগাড়া পূর্ব কলাউজন ডাঃ ইয়াকুব বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাষ্টার আনিস সাহেব। আখেরি মুনাজাত শেষে উপস্থিত সকলকে তবররুক প্রদান করা হবে। শাহসূফি হযরত মাওলানা আজম উল্লাহ্ শাহ্ (রহ:) এর আওলাদের পক্ষে আছিয়া বেগম ও রাজিয়া বেগম উক্ত মাহফিলে সকলের প্রতি দ্বীনি দাওয়াত জানান। -প্রেস বিজ্ঞপ্তি।

🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবার আগে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

চবিতে শুরু হচ্ছে ডোপ টেস্ট, পজিটিভ হলে সিট বাতিল

🕒 অপরাধ ☰ বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ✒️নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *